বুধবার
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় মাদক বিরোধী এক অভিযান
চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব
কুমিল্লা জানায়, বুধবার কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী
এলাকায় মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২০ কেজি
গাঁজাসহ মোঃ নাজমুল নামক ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত
আসামী মোঃ নাজমুল (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রঘুরামপুর
গ্রামের মোঃ এসহাক মিয়ার ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,
সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদক
দ্রব্য সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট
পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক
অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে
র্যাব।