স্টাফ
রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গার্ল
গাইডস শিক্ষক বরুড়া উপজেলার হাফিজ আহমেদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক
রুবাইয়া সুলতানা এবার চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে যাচ্ছেন। আগামীকাল রবিবার
১২ মে বিভাগীয় পর্যায়ের মূল্যায়ন হবে চট্রগ্রামে।
গত ৭ মে কুমিল্লা
জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ হন। রুবাইয়া বরুড়া উপজেলা থেকেও গত ১ মে
শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক হয়েছেন এ বছর। ২০১৯ সালের ৯ ডিসেম্বর থেকে তিনি
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বরুড়া উপজেলার সেক্রেটারি পদে দায়িত্ব
পালন করে আসছেন। ২০২১ সালের ২১ নভেম্বর শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রসারে
বরুড়া উপজেলায়
একমাত্র নারী অ্যাম্বাসেডর ওঈঞ৪ঊ উরংঃৎরপঃ অসনধংংধফড়ৎ, ঈঁসরষষধ স্বীকৃতি পেয়েছেন।
২০২২
সালের ৯ ডিসেম্বর বরুড়া উপজেলায় মহিলা ও শিশু অধিদপ্তর থেকে শিক্ষা ও
চাকরি ক্ষেত্রে জয়িতা সম্মাননা পেয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বরুড়া
থেকে প্রথমবারের মতো শিক্ষক বাতায়ন এ সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে জাতীয়
পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন। ২০২৩ সালের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে
কুমিল্লা গণিত ক্লাব থেকে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেয়েছেন। করোনা ভাইরাসের
সময় অনলাইনে ক্লাস নিয়ে জেলা শিক্ষা অফিস থেকে ২০২২ সালে পারফর্মারস
অ্যাওয়ার্ড ও ২০২১ সালে বরুড়া উপজেলা থেকে এডুকেশন ফাইটার অ্যাওয়ার্ড
পেয়েছেন।
তিনি জীবন ও জীবিকা বিষয়ের কুমিল্লা জেলা মাস্টার ট্রেইনার।
বরুড়া উপজেলা থেকে একমাত্র জেলা মাস্টার ট্রেইনার। তিনি কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে বিএসসি ( অনার্স) ও
এমএসসিতে( মাস্টার্স) প্রথম হয়ে অধ্যক্ষ থেকে পুরষ্কার নেন। একজন উপস্থাপক
হিসেবে তিনি সবার কাছে পরিচিত। জাতীয় পত্রিকায় তিনি শিক্ষার্থীদের
পড়াশোনার প্রস্তুতি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
কুমিল্লা জেলা শিক্ষা
কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস হয়েছেন
রুবাইয়া সুলতানা। এখন তিনি বিভাগীয় পর্যায়ে যাবেন। জেলার সব শ্রেষ্ঠরাই
বিভাগে যাবেন।