চতুর্থ
ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনা, হোমনা ও চৌদ্দগ্রাম
উপজেলার ২৭ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা
প্রশাসক মু. মুশফিকুর রহিম। রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসক ও
রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তথ্য নিশ্চিত করেন জেলা
নির্বাচন অফিসার মো. মুনীর হোসেন খাঁন।
তিন উপজেলার একমাত্র চেয়ারম্যান
প্রার্থী চান্দিনা উপজেলার শাহ্ সেলিম প্রধান এর মনোনয়নপত্র স্থগিত করা
হয়েছে। শাহ্ সেলিম প্রধান চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের বর্তমান
চেয়ারম্যান। পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নিতে উচ্চ আদালতে রিট
করেন ওই প্রার্থী। বিজ্ঞ আদালতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করেই
প্রার্থী হতে কোন প্রকার বাঁধা নেই এমন অনুমতিক্রমে প্রার্থী হন তিনি।
মনোনয়নপত্র
বাতিল হওয়া চার ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চান্দিনার উপজেলার তিনজন
মহিলা ভাইস চেয়ারম্যান। তারা হলেন- নাজমা আকতার চৌধুরী, রুবি আক্তার,
কুহিনুর আক্তার। একমাত্র বৈধ প্রার্থী মোসাম্মদ জান্নাতুল ফেরদাউস। এছাড়া
হোমনা উপজেলার একমাত্র ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোয়নপত্র বাতিল করা হয়।
তবে চৌদ্দগ্রাম থেকে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
তফসিল ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ ও ৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।