নিজস্ব
প্রতিবেদক: সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল
প্রকাশ করেছে। গতকাল ১২মে রবিবার বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে কুমিল্লা
মডার্ণ হাইস্কুল শীর্ষস্থান অর্জন করেছে। এ বছর কুমিল্লা মডার্ণ হাইস্কুল
থেকে ১হাজার ২শ ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে
১হাজার ২শ ১৩জন যা শতকরা হিসেবে দাড়ায় ৯৯.৪৩%। তাদের মধ্যে ৬শ ৫৪জন
শিক্ষার্থী জিপিএ ৫পেয়েছেন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর
সংখ্যা ৬শ ৩৮জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬জন, বিজ্ঞান বিভাগের ১হাজার
শিক্ষার্থীর মধ্যে ৯শ ৯৯জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ব্যবসায় শিক্ষা
বিভাগের ২শ ২০জন শিক্ষার্থীর মধ্যে ২শ ১৪জন কৃতকার্য হয়েছে। কুমিল্লা
মডার্ণ স্কুল থেকে ১হাজার ২শ ২০জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫শ ৮৬জন ছাত্রী
৬শ ৩৪জন।