শুক্রবার ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১
শতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ স্মার্ট কার্ড তুলে দেবে ইসি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১২:৩৫ এএম |


শতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ স্মার্ট কার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে নাগরিক এ পরিচয়পত্র তুলে দেওয়া হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, জাতির এ সূর্যসন্তানদের সম্মানার্থে স্মার্ট কার্ডের ডিজাইনে পরিবর্তন এনে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ দুটি যোগ করা হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত সহস্রাধিক বিশেষ স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। এমনকি ক্রেস্ট দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এরপর বাকিগুলো উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে।
জানা গেছে, সম্প্রতি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বীর মুক্তিযোদ্ধা খচিত তার স্মার্টকার্ডটি পৌঁছে দিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
২০২২ সালে কেএম নূরুল হুদার কমিশন রাজধানীর একটি হোটেলে প্রায় ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে এ কার্ড তুলে দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালযয়ের সঙ্গে পরামর্শ না করে উদ্যোগ নেওয়ায় তা থেমে যায়।  
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সে উদ্যোগকেই পুনরুজ্জীবিত করলেন। বর্তমানে মাঠপর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ কার্ড সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।














সর্বশেষ সংবাদ
কুমিল্লার এসপি এলিসনকে গুলি করে হত্যা পাল্টা গুলি বিপ্লবী শৈলেশ রায়কে
বিএনপিকে প্রতিরোধে কে কত টাকা দিচ্ছে? এগুলো তুলে ধরেন : বরকত উল্যা বুলু
কুমিল্লায় দ্রবমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
চারদিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব
এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবি- কুমিল্লায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হলেন হাজী ইয়াছিন
১৬ বছর যাবৎ পৌর মার্কেটের ২৬ দোকানের ভাড়া আত্মসাৎ
মুয়াজ্জিনের পায়ে গুলি করে পঙ্গু করে ওসির বিরুদ্ধে মামলা
‘বিমানবন্দরেই ডাকাতদের টার্গেট হন প্রবাসীরা’
যুব ও ক্রীড়া বিভাগ জামায়াতে ইসলামী কুমিল্লা ৬নং ওয়ার্ডের ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২