প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২:২৭ পিএম |
২০১৮ সালে কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী খালেদা আক্তারকে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোঃ মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক রোজিনা খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মোজাম্মেল হোসেন রাজু (২৫) হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলম এর ছেলে। তার শ্বশুর বাড়ি নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে
মামলার বিবরণে জানা যায়- ২০১৮ সালে ৩ নভেম্বর সকালে খালেদা - রাজু দম্পতি কাপড় ধোয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়ায়। বাকবিতন্ডার এক পর্যায়ে রাজু ওড়ানা দিয়ে খালেদার গলায় ফাঁস দিয়ে হত্যা করে।
হত্যার পর মরদেহ পকুর ঘাটে ফেলে পালিয়ে যায় রাজু। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর খালেদার নিথর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত খালেদার পিতা মোঃ মোবারক হোসেন ওই দিনই নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং আসামি খালেদার স্বামী রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৯ সালের ৩০ জুন এই মামলার অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা।
অভিযোগ পত্র দাখিলের আগেই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ বৃহষ্পতিবার রাজুকে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত৷ রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মোজাম্মেল হোসেন রাজু আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, আসামি রাজু গ্রেপ্তারের পর জামিন নিয়ে আবার পলাতক হন। আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত আদেশ বাস্তবায়ন করবেন।