শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫
২০ পৌষ ১৪৩১
ফিক্সিংয়ের সন্দেহে মালিক গ্রেপ্তার, মোস্তাফিজের এলপিএলে চুক্তি বাতিল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৬:১৮ পিএম |

ফিক্সিংয়ের সন্দেহে মালিক গ্রেপ্তার, মোস্তাফিজের এলপিএলে চুক্তি বাতিলগত ২১ মে (মঙ্গলবার) লঙ্কান প্রিমিয়ার লীগের (এলপিএল) নিলাম শেষ হয়। যেখানে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স, আর নিলামের আগেই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে ডাম্বুলা থান্ডার্স।

এই নিলামের পরদিনই আজ এসেছে বড় এক খবর। মোস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে আজ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরপরই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করেছে এলপিএল।

এই ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিলের প্রভাব মোস্তাফিজদের ওপর কীভাবে পড়বে, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে সাধারণ ধারণা অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিল মানে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে মোস্তাফিজদের চুক্তিরও আর বৈধতা থাকে না।  

ক্রিকইনফো জানাচ্ছে, কলম্বোতে আজ এক ফ্লাইটে চড়ার আগে গ্রেপ্তার করা হয় তামিম রহমানকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এলপিএলেই ফ্রিক্সিংয়ের। যদিও অভিযোগের বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। প্রসঙ্গত, ২০১৯ সালে আইন করে খেলাধুলায় ফিক্সিংকে আইনগতভাবে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে শ্রীলঙ্কা।

তামিম রহমান বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। তাঁকে ৩১ মে পর্যন্ত হাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলম্বোর ম্যাজিস্ট্রেটস কোর্ট।

গত এপ্রিলে বাংলাদেশি কয়েকজন উদ্যোক্তার মালিকানাধীন ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ কিনে নেয় ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিটি। তামিম রহমান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের প্রতিষ্ঠাতা বলে জানাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।  

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ওয়েবসাইটে লিখেছে, ‘ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), যেটি কার্যকর হবে এখন থেকেই। সিদ্ধান্তটা আসছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়ে সাম্প্রতিক ঘটনাবলী এবং ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের প্রতিষ্ঠাতা তামিম রহমানের আইনি জটিলতার কারণে।’

নিলামে ডাম্বুলা থান্ডার্সের কেনা খেলোয়াড়দের নিয়ে কী সিদ্ধান্ত আসবে, তা এখনো জানা যায়নি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ওয়েবসাইটে লিখেছে, ‘এই চুক্তি বাতিলকরণের ফলাফল কী হতে পারে, সে নিয়ে নিরলস কাজ করে চলেছে এলপিএল যাতে আসন্ন মৌসুমে মাঠের খেলার ওপর এর প্রভাব যতটা সম্ভব ক্ষীণ হয়।’

২০২৪ এলপিএলে ডাম্বুলা থান্ডার্সসহ মোট দল ছিল পাঁচটি। এর মধ্যে ডাম্বুলা থান্ডার্স ও গল মার্ভেলস এবার এসেছিল নতুন মালিকানায়। ডাম্বুলার ফ্র্যাঞ্চাইজিটির আগের নাম ছিল ডাম্বুলা অওরা, গল মার্ভেলসের আগের নাম ছিল গল গ্ল্যাডিয়েটর্স।

ডাম্বুলা অওরার খেলোয়াড়দের অনেককেই এবার নিলামের আগে ধরে রেখেছিল (রিটেইন) ডাম্বুলা থান্ডার্স, গতকালের নিলাম থেকে কিনেছে আফগানিস্তানের করিম জানাত ও হজরতউল্লাহ জাজাইকে। এর পাশাপাশি মোস্তাফিজুর রহমানসহ ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা, আকিলা ধনাঞ্জয়া, দানুশকা গুনাতিলকা, নুয়ান প্রদীপের মতো খেলোয়াড়দেরও দলে টেনেছে ডাম্বুলা থান্ডার্স।












সর্বশেষ সংবাদ
অধ্যাপিকা শরমিন কাদেরের মৃত্যুবার্ষিকী আজ
মনোহরগঞ্জে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০
তরুণ প্রজন্ম আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে
লাকসামে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী দম্পতি আটক
দুই শিক্ষকের রাজসিক বিদায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তারুণ্যের উৎসবে মানুষের ঢল
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
‘জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত’ বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
কুমিল্লায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২