ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চান্দলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী রাখাল চন্দ্র শীল। পরিচালনা করেন উজ্জ্বল চন্দ্র রায় ও কাজল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কোমল চন্দ্র খোকন, কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যুব বিষয়ক সম্পাদক শ্যামল দে, কুমিল্লা জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক লিটন পাল, কুমিল্লা মহানগর যুব ঐক্য পরিষদের আহবায়ক শ্যামল কুমার কুন্ডু, প্রভাষক মানুষ চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলানাথ সেন, বাঁধন দত্ত, বিষ্ণু চন্দ্র দে, লুমন সন্দ্র সরকার, বাবুল সরকার, মাধব সরকার, অরুণচন্দ্র সূত্রধর, নয়ন বণিক, পঙ্কজ চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, রাতুল সেন, নীতিশ চন্দ্র, বিমল কর্মকার, পরিমল পাল, নির্মল চন্দ্র দাস, চন্দন পাল, শান্তি শীল, নিতিশ নাগ, চন্দন বণিক, রাজিব চন্দ্র শীল, নিখিল চন্দ্রশীল, কমল দত্ত, কেশব দেব, সুজিত দত্ত, শংকর চন্দ্র দাস, রবি চন্দ্র শীল, সজিব চন্দ্র সরকার প্রমুখ।
সভা শেষে সকলের সম্মতিক্রমে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ব্রাহ্মণপাড়া শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে কাজল চন্দ্র সরকারকে আহবায়ক ও অ্যাডভোকেট প্রবীর চন্দ্র ঘোষ সদস্য সচিব করে করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহবায় বাবুল বণিক, শ্রী উত্তম সূত্রধর, শংকর দাস, শ্রী বিশ্বজিৎ সাহা, রবি চন্দ্র শীল।