কুমিল্লার
দেবিদ্বারে নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. শাহজাহান (৪৫)। তিনি মরিচাকান্দা গ্রামের শব্দর আলী
ব্যাপারী বাড়ির আব্দুল খালেকের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার
মরিচাকান্দা গ্রামে শাহজাহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ঘটনা ঘটে।
শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোশাররফ হোসেন।
মোশারফ হোসেন বলেন, বাসায় এসে খাবার খেয়ে শাহজাহান ভাই দোকানে যান। এর
কিছুক্ষন পর আমি দোকানে গিয়ে দেখি ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আছে।
তাৎক্ষণিক আমরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আব্দুল খালেক জানান, শুক্রবার
দিন ওয়ার্কশপ বন্ধ ছিলো, কর্মচারী ছিলো না। জরুরী কাজ থাকায় শাহজাহান নিজেই
কাজ করতে দোকানে যান। কখন বিদ্যুৎস্পৃষ্ট কেউ দেখেনি।
দেবিদ্বার
থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমি
নিজে ঘটনাস্থল যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা
গেছে। নিহতের পরিবার থেকে কোন লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।