যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাশুড়ি ও ফার্স্টলেডি মিশেল ওবামার মা মারিয়ান রবিনসন মারা গেছেন। শুক্রবার (৩১ মে) সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিবৃতিতে আরও বলা হয়, মারিয়ান রবিনসন একজনই ছিলেন এবং থাকবেন। তিনি আমাদের ঝড় থেকে রক্ষা করেছেন। আমাদের পা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন।
মারিয়ান রসিনসনের জন্ম ১৯৩৭ সালে শিকাগোর দক্ষিণাঞ্চলে। সেখানেই তার বেড়ে ওঠা। ১৯৬০ সালে ফ্রেসার রবিনসনকে বিয়ে করেন তিনি। তারা দুই সন্তানের জন্ম দেন।
দুই সন্তানের একজন মিশেল ওবামা এবং অপরজন মিশেলের ভাই ক্রেগ রবিনসন। ফ্রেসার রবিনসন ১৯৯১ সালে মারা যান।
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ফার্স্টলেডির পরিবারের সঙ্গে মারিয়ানও নাতনি মালিয়া ও শাশাকে দেখাশোনার জন্য হোয়াইট হাউসে ওঠেন।
মারিয়ান দুই সন্তান, তাদের স্বামী ও স্ত্রী এবং ছয় নাতি-নাতনি রেখে গেছেন। খবর বিবিসির।