চাঁদপুরের
মতলব উত্তর উপজেলায় স্কুলে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় আনিকা আক্তার (৭)
নামে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সকালে উপজেলার উত্তর লুধুয়া
গ্রামে মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আনিকা উপজেলার উত্তর লুধুয়া
গ্রামের মোহাম্মদ আলী বেপারীর মেয়ে। স্থানীয় লুধুয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে আনিকা
স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। সে গ্রামের বায়তুল আকসা জামে
মসজিদের সামনে মতলব-ছেংগারচর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা
ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে আনিকা গুরতর
আহত হয়। পরে স্থানীয়রা তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় শিশুর পরিবার থেকে এখন
পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।