বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরুড়া শাখা সংসদ গঠনকল্পে এক মতবিনিময়
সভা গতকাল সোমবার বরুড়া প্রজন্ম পল্লী পাঠাগার ও সাংস্কৃতিক যাদুঘরে
অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ
ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আয়াজ
মাবুদ।
সভায় সকলের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অধ্যাপক ড. আলী হোসেনকে আহবায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন মোশারেফ
হোসেন, মো. জুয়েল হোসেন, ঝুমা দাশ, ইকবাল হোসেন, মো: খোরশেদ আলম খোকা,
রুবেল হোসেন, সাইদ মো. গাফফার, তুহিন আহমেদ প্রজন্ম, ইতি সরকার, শুভঙ্কর
নন্দী, শুভ সরকার ও নিলয় খন্দকার। কমিটির উপদেষ্টা হিসেবে আছেন মনীন্দ্র
কিশোর মজুমদার ও ফারুকুল ইসলাম। পরে উপস্থিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশন করেন।