কুবি সংবাদদাতা: দীর্ঘ ৩৬ দিনের বন্ধের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রবিবার (৯ জুন) থেকে চলবে প্রশাসনিক কার্যক্রম এবং রবিবার (২৩জুন) থেকে চলবে শ্রেনী কার্যক্রম।
বুধবার (৫ জুন) অনুষ্ঠিত ৯৫ তম জরুরি সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের বন্ধের পর খুললো কুবি
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আগামী রবিবার থেকে সকল অফিস কার্যক্রম চলবে। যেহেতু শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছে তাই এই সপ্তাহে শ্রেনী কার্যক্রম চালু করা সম্ভব হয়নি তাই আগামী ২৩ জুন থেকে শ্রেনী কার্যক্রম চালু হবে।'
এই বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান বলেন, 'আমাদের চলমান যে আন্দোলন সে আন্দোলনের দাবি-দাওয়া কতটুকু মেনে নেওয়া হয়েছে সে বিষয় সিন্ডিকেটের লিখিত প্রতিবেদন পেলে জানতে পারবো। তারপর আমরা কার্যনির্বাহী কমিটির সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।'
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ৯৩তম সিন্ডিকেট সভায় উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।