নিজস্ব
প্রতিবেদক: শিক্ষা মন্ত্রনালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লা
শহরের বাগিচাগাঁও অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য
প্রকাশনা উৎসাহের মোড়ক উন্মোচন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো:
মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইংরেজি
বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন- কলেজ সভাপতি ও শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, বিশেষ
অতিধি ছিলেন- শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাফেজ আহম্মদ সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম
মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের
ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার,
প্রকাশনার আহবায়ক ও ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক মো: হাসান
ভূইয়া, প্রকাশনার সম্পাদক ও বাংলা বিষয়ের প্রভাষক শারমিন আক্তার, প্রকাশনা
কমিটির সদস্য ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী হাসান আল মাটি, ¯েœহা রানী
সাহা। অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার
মাধ্যমে একজন পরিপূর্ণ মানসিক ও আত্মার উন্মোষ ঘটে, মানবসম্পদ উন্নয়নে
শিক্ষার কোন বিকল্প নেই। একজন মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজন
সু-শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। সৃজনশীল সাহিত্য
প্রকাশনায় শিক্ষার্থীরা কবিতা, গল্প লেখার মাধ্যমে মননশীলতার ও সুপ্ত
প্রতিভার বিকাশ ঘটে। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, মো.
নাজমুল হোসাইন খান, জাবেদ হোসেন, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, নিশাত
মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, মো. আব্দুল্লাহ আল মামুন, নাহিন
আক্তার, অনন্যা ব্যানার্জিসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।