দাউদকান্দিতে
মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই যুবক উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের
মোবারকপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
২ মিনিট ২৭ সেকেন্ডের ঐ ভিডিওতে
ভিকটিম যুবক প্রাণে বাঁচার জন্য বারবার " ও বাবা, ও বাবা- আমাকে আর মাইরেন
না " বলে আকুতি জানানোর পরেও হামলাকারীদের মন গলেনি। তাকে এলোপাতাড়ি
পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করেন তারা।
বৃহস্পতিবার বিকালে ধারণকৃত ওই ভিডিও শুক্রবার (৭ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে ছড়িয়ে পড়ে।
এমন
নেক্কারজনক ঘটনায় ফেসবুকে জুড়ে নিন্দার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যবহারকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান।
ভিডিওতে দেখা যায়, কয়েক জন বখাটে যুবক মহিউদ্দিনকে খেলার
স্টাম বেট দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুতর ফোলা ও রক্ত জখম করে আহত করে। এতে
জ্ঞান হারিয়ে এই যুবক মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত
চিকিৎসক তাকে র্ভতি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত
চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসাপাতালে নেওয়া হয়।
ইলিয়টগঞ্জ
দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির
ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। এই ঘটনার
সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার হবে।
দাউদকান্দি মডেল থানার অফিসার
ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন একটি
অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে
অভিযান চলছে।