ভূমি
অধিকার সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুপার
এক্সপ্রেস সার্ভিস ডেলিভারি সিস্টেমের মাধ্যমে সেবা গ্রহীতাদের দ্রুত সেবা
প্রদানের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা
হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস মাঠে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।
পরে
অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা বলেন,
জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা প্রদান করা হবে। সেবা
সপ্তাহে আমরা সুপার এক্সপ্রেস সার্ভিস ডেলিভারি সিস্টেমের মাধ্যমে যে কেউ
আমাদের কাছে যে কোন ধরণের সেবার জন্য আসলে আমরা তাদের সুপার এক্সপ্রেস
ডেলিভারি সার্ভিস দিবো। এছাড়াও আমরা ৪টি বুথের ব্যবস্থা করেছি, নামজারির
আবেদনের বুথ, বাজার ভিটি নবায়নের বুথ, ভিপি সম্পত্তি নবায়নের বুথ ও ভূমি
সম্পর্কিত উপদেশ নেয়ার বুথ। তিনি আরো বলেন, ৮ জুন শনিবার থেকে ১৪ জুন
শুক্রবার পুরো সপ্তাহ জুড়ে আমাদের এই সার্ভিস চালু থাকবে। যে কেউ এ সুবিধা
গ্রহণ করতে উপজেলা ভূমি অফিসে আসার আহ্বান জানান তিনি।