কবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার
তিতাস উপজেলায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার
(১০ জুন) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ ভূমি সেবা সপ্তাহের সমাপনী
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী দিনে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমানের সভাপতিত্বে প্রধান আতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. ওমর ফারুক,
মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, নির্বাচন অফিসার মোমিনুর জাহান, উপজেলা
দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো.ইউনুস, সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন,
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: দেলোয়ার হোসেন ছামী প্রমূখ। এসময় উপজেলা ভূমি
অফিসের নাজির মিজানুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সেবাগ্রহীতা
ভূমি মালিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা
কর্মচারীবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
পরে ভূমি সংক্রান্ত নানা বিষয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য,
সাধারণ জনগণকে ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এবং
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যে শনিবার থেকে তিনদিন
ব্যাপী শুরু হয় ভূমিসেবা সপ্তাহ।