শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫
৯ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় অবৈধ ঔষধ রাখার দায়ে ৩ দোকান সিলগালা
৩ লাখ টাকার জব্দ ঔষধ বিনষ্ট এবং ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায়
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:২৩ এএম |

 কুমিল্লায় অবৈধ ঔষধ রাখার দায়ে ৩ দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় অবৈধ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে তিনটি ঔষধ দোকানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা এবং ৩ লাখ টাকা মূল্যেও জব্দকৃত অবৈধ ঔষধ বিনষ্ট করেন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার দুপুরে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিকেল কমপ্লেক্স ঔষধ মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ঔষধ প্রশাসন ও র‌্যাব এর সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ফাহমিদা আফরোজ জানান, জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন ও র‌্যাব এর যৌথ অভিযানে আলেখার চর এলাকার কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০টি দোকানকে নানান অনিয়ম ও অবৈধ ঔষধ রাখার দায়ে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপূর্ব ড্রাগ হাউজকে ৫০ হাজার টাকা, মনি মেডিকেলকে ২০ হাজার টাকা ও উজ্জ্বল মেডিকেলকে ২০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়। এছাড়া আরো ৭টি প্রতিষ্ঠানকেও জরিমানা আদায় করা হয়।
কুমিল্লা ঔষধ প্রশাসনের সহকারী প্রকৌশলী সালমা সিদ্দিকা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঔষদ মার্কেটটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি দোকানে অবৈধ ও অনিবন্ধিত ঔষধ জব্দ করা হয়। অনিয়মের দায়ে এসব দোকানগুলোর মধ্যে তিনটিকে সিলগালা করা হয়। মোট ১০টি দোকানকে জরিমানা করা হয়। ৩ লাখ টাকা মূল্যের ঔষধ জব্দ করে বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আফরোজ আরো জানান, সিলগালা করা প্রতিষ্ঠানগুলো আদালতের কাছে তাদের সকল নিয়মনীতি মানার সকল শর্তপূরণের তথ্য উপস্থাপন করবেন। আদালতের সিদ্ধান্তে সেসব প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে।
অভিযানে ঔষধ প্রশাসন কুমিল্লার তত্ত্বাবধায়ক শাহজালাল ভূইয়া, পরিদর্শক কাজী মোঃফরহাদ এবং কুমিল্লা র‌্যাব এর একটি দল উপস্থিত ছিলেন।

















সর্বশেষ সংবাদ
অমর একুশে আজ
অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন
দল যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করতে হবে: বুলু
নাঙ্গলকোটে প্রতিবাদ মিছিলে হামলা, গুলি, ককটেল নিক্ষেপ, আহত১০
যারা নিজেদের মহাপরাক্রমশালী মনে করেন তাদের হাসিনা থেকে শিক্ষা নিতে বললেন হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্বচ্ছ ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিতহবে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
প্রেমিকা নিয়ে ছেলে উধাও, পিতার লাশ ঝুলছে গাছে!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২