শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪
২ কার্তিক ১৪৩১
ক্যাসিনোয় ৪৭ কোটি টাকা জিতে ‘খুশিতে হার্ট অ্যাটাক’!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৮:১২ পিএম |

ক্যাসিনোয় ৪৭ কোটি টাকা জিতে ‘খুশিতে হার্ট অ্যাটাক’!রাতারাতি ধনী হতে জুয়ার দিকে ঝুঁকতে দেখা যায় অনেককে। তবে বেশিরভাগ সময়ই খবর পাওয়া যায় জুয়ায় সর্বশান্ত হওয়ার। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তবে সিঙ্গাপুরের এক ক্যাসিনোতে এবার ঘটে গেছে ভিন্ন এক ঘটনা। জানা গেছে, জুয়ায় বিপুল অর্থ জেতার পর তা উদ্‌যাপন করতে গিয়ে ‘হার্ট অ্যাটাক’ করেছেন এক ব্যক্তি।

সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজ ডট কম ডট এইউ’র বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। গত ২২ জুন এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
 
প্রতিবেদন মতে, সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে নিয়মিত আসা এক ব্যক্তির জীবনের মোড় ঘুরে গেছে। কারণ, একটি বাজির দানে তিনি জিতে নিয়েছেন ৩২ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৪৭ কোটি টাকারও বেশি।
তবে দান জেতার পর খুশিতে আত্মহারা হয়ে জয় উদ্‌যাপন করতে গিয়ে হঠাৎই ক্যাসিনোর মেঝেতে পড়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে নেয়ার পর জানা যায়, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
 
এদিকে ওই ঘটনার একটি ভিডিও এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, অজ্ঞান হয়ে ক্যাসিনোর মেঝেতে পড়ে আছেন ওই ব্যক্তি। আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন অনেকে। ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।
পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর গুজবও ছড়িয়েছে। কিন্তু ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, তিনি জীবিত আছেন।
তবে জুয়ায় ওই ব্যক্তির যে পরিমাণ অর্থ জেতার কথা বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এখন পর্যন্ত অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ক্যাসিনো কর্তৃপক্ষ।












সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সরবরাহ বন্ধে বিপর্যস্ত জনজীবন
ডেভেলপমেন্ট ফর সোসাইটি’র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য
শমসের মবিন চৌধুরী আটক
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, কুমিল্লা জুড়ে গ্রাহকদের ভোগান্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন
কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার
আমাকে নিয়ে খেলবেন না, ভিডিও বার্তায় সাকিব
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বাখরাবাদের আবুল খায়ের গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২