কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীকাইল প্রভাত কলি সংঘ দলকে ১-০ গোলে পরাজিত করে নবীনগর উপজেলার হুরোয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি চ্যাম্পিয়ন হুরোয়া ফুটবল একাদশকে ৪২ ইঞ্চি এলইডি এবং রানার আপ প্রভাত কলি সংঘ দলকে ৩২ ইঞ্চি এলইডি তুলে দেন।
শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান মজুমদার, মোসলেহ উদ্দিন মাস্টার, পবিত্র কুমার চক্রবর্তী। খেলার পৃষ্ঠপোষক ছিলেন, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার।
খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের সরকার, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, যুবলীগ নেতা আল আমিন সরকার, সাবেক ভিপি জহিরুল ইসলাম ও সাংবাদিক এমকেআই জাবেদ প্রমুখ।