কুমিল্লার চান্দিনায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৩টি সড়ক উন্নয়ন ও মেরামত কাজের উদ্বোধন করলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
রবিবার
(৭ জুলাই) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ ও পটনই এলাকায় ওই ৩টি সড়ক
উদ্বোধন করেন তিনি। সড়কগুলোর মধ্যে ২ কোটি ৩৯ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে ফাঐ
উচ্চ বিদ্যালয় থেকে এওয়াজবন্দ গ্রামের প্রায় সোয়া দুই কিলোমিটার সড়ক
উন্নয়ন, ১ কোটি ১২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে ফাঐ-বদরপুর মোড় থেকে করতলা
গ্রামের প্রায় তিন কিলোমিটার সড়ক মেরামত এবং ২৩ লক্ষ টাকা ব্যয়ে পটনই
গ্রামের তৈয়ারবাড়ি সড়কের সলিং কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল
অধিদপ্তরের বাস্তবায়নে সড়কগুলো উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগ
সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, ঠিকাদার জালাল উদ্দিন কালা
চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।