মোঃ হুমায়ুন কবির মানিক।।
কুমিল্লার
লাকসামে অবৈধভাবে পরিচালিত মাটি খনন যন্ত্র ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৯
জুলাই) বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাগৈয়া এলাকায় অভিযান
চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার এটি (ড্রেজার মেশিন) ধ্বংস
করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন
নাহার জানান, খনন যন্ত্র (ড্রেজার মেশিনে) বালু উত্তোলন পরিবেশের জন্য
অত্যন্ত ক্ষতিকর। তাই এটি নিষিদ্ধ। সংবাদ পেয়ে আদালতের মাধ্যমে অবৈধভাবে
পরিচালিত করতি ধ্বংস করা হয়েছে।
লাকসাম থানার উপপরিদর্শক আশরাফুল আলম,
স্থানীয় ইউপি মেম্বার ফয়জুল আলম মিয়াজীসহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)
কার্যালয়ের কর্মীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খনন যন্ত্র ও বালু সরবরাহ পাইপ ধ্বংস ছাড়াও ড্রেজার মালিক নূরু মিয়ার ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার বলেন, জনস্বার্থে এসব অবৈধ খনন যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জানা
গেছে, ড্রেজারের মালিক নুরু মিয়া দীর্ঘদিন যাবত লাকসামের শতাধিক পুকুর,
নিচু জমি, ডোবা ভরাট করেছেন। যা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি
করেছে।