চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহীন আলম মজুমদার নামে
এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহীন মজুমদার উপজেলার শ্রীপুর
ইউনিয়নের বগৈর গ্রামের মরহুম মাষ্টার ফজলের রহমান মজুমদারের তৃতীয় ছেলে।
তথ্যটি নিশ্চিত করেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার শাহ আলম।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪টায় কুমিল্লার লাকসাম রোড এলাকার বিদ্যুৎ
উন্নয়ন বোর্ডের সামনে।
নিহতের ভাই সাইফুল মজুমদার জানান, আমার ভাই
শাহীন আলম মজুমদান তার এক বন্ধুকে নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ভুশ্চি
হয়ে কুমিল্লা শহওে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার লাকসাম রোড এলাকার
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে অজ্ঞাতনামা একটি গাড়ী পিছনের দিক থেকে মোটর
সাইকেলটি সজোরে ধাক্কা দিলে শাহীন মজুমদার গুরুতর আহত হয়। স্থানীয় উদ্ধার
করে কুমিল্লা (কুচাইতলী) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন
অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহীন আলম মজুমদার মৃত্যুতে মা আত্মীয় স্বজন
চিৎকারে এলাকায় শোকের ছায়া মেনে আসে।