কুবি
সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'রাজাকার রাজাকার' মিছিলের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন হলের
নেতৃবৃন্দ। সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হলের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মূলফটকে
এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী কয়েকজন নেতাসহ বিভিন্ন হলের ছাত্রলীগের কর্মীরা।
এই
সময় তারা 'তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা
যমুনা, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, ছাত্রলীগের এ্যাকশন ডাইরেক্ট
এ্যাকশন' এসব বলে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে
দাঁড়িয়ে বক্তৃতা দেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা৷
এই সময় ছাত্রলীগের আগামী
কমিটিতে পদপ্রত্যাশী এনায়েত উল্লাহ বলেন, 'কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সেটি শক্ত হাতে দমন করবে। আমরা কোটা
আন্দোলনের পক্ষে হয়ে কাজ করেছি। তাদেরকে পুলিশ হামলা থেকে সাহায্য করেছি
কিন্তু তার বিনিময়ে আমরা কিছু পাইনি বরং আমাদেরকে উপহার দিয়েছে
রাজাকারযুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রলীগ সেই রাজাকারমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবার উপহার দিব।'
বিশ্ববিদ্যালয়ের
আরেক ছাত্রলীগ নেতা তাহারাতবির হোসেন পাপন মিয়াজি বলেন, 'আজকে আমরা এমন
একটা পরিস্থিতিতে এসে দাড়িয়েছি যারা কোটা আন্দোলন করেছে তারাই মাননীয়
প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ভুলভাবে প্রচার করছে, তাদের সুন্দর
ক্যারিয়ার রেখে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। নেত্রীর বিরুদ্ধে কেউ কিছু
বললে আমরা তা শক্ত হাতে দমন করবো।'