দেশব্যাপী
চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক
হামলার প্রতিবাদে ও বৈষম্যমূলক কোটা প্রথা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ওই
বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে অনুষ্ঠিত পথসভায়
শিক্ষার্থীরা উপস্থিত সকলের সামনে কোটা প্রথার নেতিবাচক দিকগুলো তুলে ধরেন।
বক্তারা
কোটা সংস্কার আন্দোলনে কুবি, ঢাবি, চবি, রাবি, জাবি, বেরোবি ও জবিসহ সকল
বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানান। বক্তারা শিক্ষাঙ্গণ রক্তে লাল করে পড়ালেখার পরিবেশ
বিনষ্টকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানায়। একই
সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা প্রথা নিয়ে অসংলগ্ন বক্তব্য
প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া কোটা সংস্কার করার
দাবিও জানায় তারা।