বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
বরুড়ার শিক্ষার গুনগত পরিবর্তন আনব সাংসদ আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২:০০ এএম |


বরুড়ার শিক্ষার গুনগত পরিবর্তন আনব, শিক্ষার্থীদের কে বিদ্যালয় মুখি করতে হবে, শিক্ষকদের কে আন্তরিকতার সহিত পাঠদান করতে হবে।  কুমিল্লা ৮-বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম এক মাধ্যমিক বিদ্যালয়ের মতবিনিময় সভায়  এ কথা বলেন।
 ১৬-জুলাই মঙ্গলবার সকাল এগারটায়  উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম। 
সভায় সভাপতিত্ব করেন আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম দুদু মিয়া। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। 
যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, 
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) আহমেদ হাসান, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজুদ্দিন চৌধুরী, 
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রতন কুমার সাহা,  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বরুড়া পৌরসভার  সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিনোয়ারা বেগম, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভুইঁয়া, শিলমুড়ী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন, আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ বাবু। আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জিয়াউল কাউসার, সাবেক ভিপি মোঃ আব্দুল মান্নান, সাবেক ভিপি মোঃ মুজিবুর রহমান। 
বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন মিহির, সাধারন সম্পাদক মোঃ বাপ্পি আহাম্মেদ সহ উপজেলা ও শিলমুড়ী উত্তর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও কোমলপ্রাণ শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন, আমি বরুড়ার শিক্ষার গুনগত পরিবর্তন আনব, আপনারা আমাকে সহযোগীতা করুন, শিক্ষকদের উদ্যোশ্যে তিনি আরও বলেন  আপনারা শিক্ষক সর্বদাই শ্রেষ্ঠ তবে শিক্ষার্থীদের নকল সরবরাহ করে নিজেদেরকে খাটো করবেন না।













সর্বশেষ সংবাদ
এড. বদিউল আলম সুজন নারী শিশু ট্রাইব্যুনাল-এর পিপি হওয়ায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের শুভেচ্ছা
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২