কোটা
সংস্কার আন্দোলনের মধ্যেই রাজধানীর পুরানা পল্টনে জাতীয় প্রেসক্লাবের
সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই)
রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এর
আগে কোটা সংস্কার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে
বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কলেজ ও
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের
নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, আশুলিয়া-গাবতলী-ধউর,
মিরপুর-১০, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে
যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে হেঁটেই
গন্তব্যস্থলে পৌঁছান।