প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:৪৮ পিএম |
জহির শান্ত, কুমিল্লা || কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বিজিবির চারজন সদস্য, দুই পুলিশ সদস্য ও বেশ কয়েকজন পথচারীও রয়েছেন। পুলিশের সাথে সংঘর্ষে শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ ১৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশ ও বিজেপির দুটি ভ্যান। দুপুর বারোটা থেকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
জানা গেছে, কর্মসূচি পালন করতে দুপুর ১২ টার দিকে কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। কিছুক্ষণের মধ্যেই তারা মহাসড়ক দখলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়লে পুলিশ পাল্টা টিয়ার্সেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ করে ধাওয়া করে আন্দোলনকারীদের। ধারা পাল্টা ধাওয়া চলে কয়েক ঘন্টা। তারপর একসময় আন্দোলনকারীদের নির্ধারিত করতে সক্ষম হয়ে পুলিশ। তবে কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা আবারো মহাসড়কের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় পুলিশ বিজিবি পথচারী শিক্ষার্থী সহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জন শিক্ষার্থী চারজন বিজিবি সদস্য দুইজন পুলিশ সদস্য পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধাধা পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের একটি ভ্যান ও বিজিবির একটি ভ্যানে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা ভাঙচুর করা হয় পুলিশের আরও একটি ভ্যান।
এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলি করতে গিয়ে পুলিশের গুলি শেষ হয়ে যায়। পরে কোতয়ালী মডেল থানা থেকে পুলিশ মজুত করা গুলি আনে। দফায় দফায় কয়েক ঘন্টাব্যাপী এ সংঘর্ষে পুরো কোটবাড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷
আন্দোলন সমন্বয়কারীদের সাকিব দুপুরে সাংবাদিকদের বলেন, টিয়ারসেল ঢিল ও গুলিবিদ্ধ অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের উপর পুলিশ নির্মমভাবে আক্রমন করেছে। আন্দোলনকারীদের একজনকে গুলি করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মতিউল ইসলাম জানান, একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন বিজিবি ও পুলিশ সদস্য আহত হয়েছেন।