নেপালের বিমান দুর্ঘটনায়
অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। কর্মকর্তারা জানিয়েছেন,
স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের সময়
একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বুধবার ১৯ জন যাত্রী
নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফ করে বিমানটি।
পোখারাগামী সৌর্য এয়ারলাইন্সের এই বিমানটি সকাল ১১টার দিকে দুর্ঘটনার
মুখোমুখি হয়।
বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ ঠাকুরি
জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিতে করে পোখারা শহরে যাচ্ছিলেন দুই
ক্রু এবং ১৭ জন প্রযুক্তিবিদ।
বিমানবন্দরে নিয়োজিত এক নিরাপত্তা
কর্মকর্তা জানিয়েছেন, বিমানের পাইলটকে আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে
যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি।
টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দমকলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।
দুর্বল
বিমান নিরাপত্তা রেকর্ডের জন্য বারবার সমালোচিত হয়েছে নেপাল। দেশটিতে
সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল ১৯৯২ সালে। তখন একটি পাকিস্তান
ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এয়ারবাস কাঠমান্ডুর কাছে যাওয়ার সময় পাহাড়
বিধ্বস্ত হয়। এতে ১৬৭ জন নিহত হন।
সম্প্রতি ২০২৩ সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি দুর্ঘটনায় কমপক্ষে ৭২ নিহত হন।