কুমিল্লার
বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে
দায়িত্ব গ্রহণ করলেন মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক
ভাবে দায়িত্ব হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার
চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের দায়িত্ব ভার গ্রহণ ও হস্তান্তর
উপলক্ষে চেয়ারম্যানের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন
পরিষদের সচিব মাসুদা আক্তার ও হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর এম
জাবেদ মিয়া জানান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার চেয়ারম্যান তিনি
পারিবারিক কারণে ৪৫ দিনের ছুটি নিয়ে লন্ডন যাচ্ছেন। লন্ডনে তার ছেলে
বসবাস করছেন। তাই তিনি ২৬ জুলাই থেকে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪ ইং পর্যন্ত
লন্ডন ছেলের নিকট অবস্থান করবেন। এ সময়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। এ দায়িত্ব
গ্রহণ কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। এ সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান এবং পরিচালনা করেন ইউপি সচিব
মাকসুদা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ
আবুল কাসেম মাষ্টার। অতিথি হিসেবে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
এম জাবেদ মিয়া, ইউপি সদস্য যথাক্রমে মোঃ হুমায়ুন কবির ১, আবুল হোসেন, মোঃ
হুমায়ুন কবির ২,আব্দুল ওহাব, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, বাবুল বেগ
(মাহাবুব মিয়া), খাইরুল আলম বাবু, মোঃ এনামুল হক, মহিলা সদস্য আফরোজা
পারভীন, পেয়ারা বেগম, হেলেনা বেগম।
আরও উপস্থিত ছিলেন এলাকাবাসীর মধ্যে
ফয়েজ আহমেদ খোকন,আব্দুস ছালাম রানা, জামাল হোসেন চৌধুরী, জালাল উদ্দীন,
জামাল খান, আবুল কালাম আজাদ, কাইয়ুম, রিপন, হাজী শিশু মিযা, আব্দুল হালিম,
আজাদ খান ও মামুনুর রশীদ প্রমূখ।