‘বিচারপতি তোমার
বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা...’, ‘রক্তের প্রতিশোধ রক্তেই নিতে
হয়...’, ‘কারার ওই লৌহকপাট...’ গান গাইতে গাইতে প্রতিবাদী
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের
সামনে আসেন সাংস্কৃতিক কর্মীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে
সংঘর্ষ ও ছাত্র-জনতা নিহতের প্রতিবাদ জানান তারা।
শুক্রবার (২৬ জুলাই)
জাতীয় প্রেসক্লাবের সামনে গান-কবিতায় এই প্রতিবাদ জানান সংস্কৃতিক কর্মী,
মানবাধিকার কর্মী, সামাজিক কর্মী, সাংবাদিকসহ অনেকে।
সমাবেশে বক্তারা
বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অহিংস আন্দোলন করছিল। এই
আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার বুকে গুলি করা হয়। এই হত্যার বিচার আমরা চাই।
এই হত্যাকা-ের বিচার সরকারকেই করতে হবে। যত দিন আমরা এই হত্যাকা-ের বিচার
না করতে পারবো, তত দিন তাদের আত্মা শান্তি পাবে না। তাদের মা-বাবা ও পরিবার
শান্তি পাবে না।’
তারা আরও বলেন, ‘আন্দোলনকারীরা শরীরে বুলেট নিয়ে
বিভিন্ন হাসপাতালে ছুটেছে। তারা বলেছে তাদের চিকিৎসা দেওয়া হয়নি। এই
চিকিৎসাব্যবস্থার ওপর ধিক্কার জানাই। আন্দোলনকারীরা হত্যাকা-ের শিকার
হয়েছেন, আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, এসব হিসাব দিতে হবে।’
তারা আরও
বলেন, ‘আজ আমাদের দেশটি শোষকদের হাতে চলে গেছে। এই লুটপাটকারীদের হাত থেকে
আমাদের দেশকে রক্ষা করতে হবে। নইলে আমরা দেশে অধিকার নিয়ে বাঁচতে পারবো
না।’
এ সময় সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
সামিনা, পরিবেশকর্মী ড. রিজওয়ানা হাসানসহ অসংখ্য সাংস্কৃতিক কর্মী উপস্থিত
ছিলেন। সমাবেশ শেষে তারা গানের মিছিল নিয়ে পল্টন মোড় অভিমুখে যাত্রা করেন।