কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানার কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার অভিযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরসহ আট জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন– বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলাতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. আমিনুল হক, বিএনপির সমর্থক মো. মাহমুদুস সালেহিন ও এম এ সালাম।
আসামিদের পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এসব তথ্য জানান।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোসহ প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদন থেকে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি, অগ্নিসংযোগের সরঞ্জামাদি দ্বারা সজ্জিত হয়ে মিরপুর মডেল থানা এলাকায় কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশবহির্গমন গেট ভেঙে প্রবেশ করে। এরপর মেট্রোরেলের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষতিসাধন এবং সরঞ্জামাদিতে আগুন দিয়ে ৫০ কোটি টাকার ক্ষতি করে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি এবং ঘটনাস্থল পরিদর্শন করে ওই ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে আসামিরা জড়িত আছে বলে সন্দেহের কারণ রয়েছে। তাই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করা প্রয়োজন।