কোটা
সংস্কারের আন্দোলন ও সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি
মেডিকেল কলেজ এখনই খুলছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রোববার (২৮ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি
বলেন, মেডিকেল কলেজগুলো খোলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের
বেশিরভাগ শিক্ষার্থী হোস্টেলে থাকে। শিক্ষার্থীদের হোস্টেলে থাকার মতো
পরিবেশ সৃষ্টি হলে তখন বিষয়টি বিবেচনা করা হবে। হোস্টেল খুলে না দিলে
শিক্ষার্থীরা থাকতে পারবে না, শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না। এ
বিষয়ে সরকারের ওপর মহলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের নির্দেশনা অনুযায়ী সব মেডিকেল কলেজ খোলা হবে বলেও জানান তিনি।