কুমিল্লার লালমাই উপজেলার পেরুল
উত্তর ইউনিয়নের উত্তর ছিলোনিয়া গ্রামের আয়েশা সিদ্দিকা (সাজু) এর শিশু
কন্যা হালিমাতুছ সাদিয়া (৪বছর.৭মাস) গত ১৫ জুলাই ২০২৪ বিকাল ৪টা থেকে
নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং
ফর্সা । উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, মুখম-ল গোলাকার মাথার চুল কালো ছোট। পড়নে
ছিলো ফ্রগ ও হাফ প্যান্ট।
এ ঘটনায় লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি
(জিডি ট্রেকিং নম্বর- ঙউ৯জঘঙ জিডি নং - ৭১৬-১৬.০৭.২০২৪) করা হয়েছে। কোনো
হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা মা আয়েশা
সিদ্দিকা (সাজু) মুঠোফোন নম্বরে (০১৭২৮৮৩১৭৮৮) ও (০১৭২৬৬৬৭৮২০ হারুন)
যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।