বশিরুল
ইসলাম: কুমিল্লা মহানগরীতে পিয়ারলেস হাসপাতালের সাইনবোর্ড পড়ে মনির হোসেন
নামে এক পথচারী আহত হয়েছে। আহত ঐ পথচারী সিকিউরিটি গার্ডের চাকুরী করেন।
ডিউটি শেষে বাসায় ফেরার পথে হাসপাতালের নিচ দিয়ে যাওয়ার সময় সাইনবোর্ড পড়ে
তার কান, নাক ও মাথায় আঘাত পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে
ভর্তি আছেন।
গত সোমবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহানগরীর রেইসকোর্স এলাকায় ফ্লাইওভারের পূর্ব মাথায় এই ঘটনা ঘটে।
কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, আহত মনির
হোসেনের মাথায় কানে ও নাকে ব্যান্ডেজ করা। তিনি কথা বলতে পারছিলেন না। মুখে
অক্সিজেন মাক্স পড়ানো। আহত মনির হোসেনের পাশে বসা তার স্ত্রী রাশেদা
আক্তার। তিনি কুমিল্লার কাগজের প্রতিবেদককে জানান, তার স্বামী সিকিউরিটি
গার্ডের চাকুরী করেন। ডিউটি শেষে বাসায় যাওয়ার পথে রেইসকোর্স এলাকায়
পিয়ারলেস হাসপাতালের সাইনবোর্ড পড়ে তার স্বামী আহত হয়েছেন। তার কান কেটে
গিয়েছে, নাক কেটে গিয়েছে, মাথায় আঘাত পেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এসে
ভর্তি করিয়ে দিয়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফোনে জানান, এখন আমার
স্বামীর অবস্থা ভালনা। আইসিইউতে সিট খালি নেই। আমার স্বামীর অবস্থা বেশি
খারাপ দেখে ডাক্তার আইসিইউতে ভর্তি দিয়েছে। এখন আইসিইউতে আছে।
পিয়ারলেস
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মহিউদ্দিন জানান, আহত মনির
হোসেনকে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠিয়েছি। তার মাথায়, নাকে ও কানে আঘাত পেয়েছে।
পিয়ারলেস হাসপাতালের
পরিচালক শ্যামল বাবুকে ফোন করলে তার ভাই সন্দিশ সরকার ফোন রিসিভ করে বলেন,
আমার সাথে কথা বলেন, পিয়ারলেস হাসপাতালের আহত মনির হোসেন সম্পর্কে জানতে
চাইলে তিনি জানান, সে হাসপাতালের নিচ দিয়ে যাওয়ার সময় সাইনবোর্ডের একপাশ
পড়ে সে আহত হয়েছে। তার নাক, কান ও মাথায় আঘাত পেয়েছে।