নিউজ
ডেস্ক: কুমিল্লা নগরীর অশোকতলা রানীর বাজার এলাকায় চালু হল দেশের বৃহত্তম
রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট। বুধবার (৩১ জুলাই) বিকেলে নতুন এই
আউটলেটটি অশোকতলা এলাকার এমআরসি মিজানস এম্পায়ার ভবনের প্রথম ফ্লোরে
উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ
মোস্তাক ফয়েজী পীর সাহেব।
এসময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ
শাহাআলম, কুসিক ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহালম খান, কুমিল্লাস্থ
কচুয়া সমিতির সাবেক সভাপতি প্রফেসর ওয়াদুদ মজুমদার, কচুয়া প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, স্বপ্ন’র এসিস্টেন্ট ম্যানেজার
এক্সপেনশন মহিন উদ্দিন, জোনাল অফিসার অপারেশন ইয়ার উদ্দিন, ফ্র্যাঞ্চাইজি
আক্তার হোসেন ভূইয়া সোহেল সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্বপ্ন’র
এসিস্টেন্ট ম্যানেজার এক্সপেনশন মহিন উদ্দিন বলেন, নগরীর অশোকতলায় যাত্রা
শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা
নিয়মিত এই আউটলেটে কেনাকাটা করবেন। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন
আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সব সময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।
আউটলেটের
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম
ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৯০৩-৯২১৭১৪।