বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল
আওয়ামী লীগের মহড়া, অবস্থান
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২:১০ এএম |

 কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনের মিছিল

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী ‘প্রার্থনা-কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নগরীর ঝাউলতা ছাতা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি পুলিশ লাইন্স, রেইসকোর্স, বাদশামিয়ার বাজার পর্যন্ত গিয়ে সেখান থেকে পুনরায় পুলিশ লাইন্স স্কুল গেইটে আসে। এরপর নেতৃবৃন্দ মিছিল নিয়ে রেইসকোর্স ফ্লাইওভারের কাছে গিয়ে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠে অবস্থানস্থল। 
এদিকে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন আওয়ামী লীগের নেতাদের নগরীর বিভিন্ন স্থানে মহড়া দিয়ে পুলিশ লাইন্স মোড়ে অবস্থান নিতে দেখা যায়। সেখানে অবস্থানের পর বিকেল সাড়ে তিনটার দিকে তারা খ- খ- মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী ‘প্রার্থনা-কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিজ্ঞপ্তিতে “গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সারা দেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিলের কথা বলা হয়।”












সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে শিক্ষকের সাথে অশোভন আচরণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২