কুবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের
(কুবি) ৫১জন শিক্ষক। শনিবার (৩ আগস্ট) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের
সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে
বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের
যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন মোকাবেলায় নজিরবিহীন প্রাণহানি ও হতাহতের
ঘটনায় হতাশ, মর্মাহত ও ক্ষুব্ধ। আন্দোলন নিয়ন্ত্রণে এমন প্রাণঘাতী অস্ত্রের
ব্যবহার ও বলপ্রয়োগ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানিমূলক
গণগ্রেপ্তার, নির্যাতন বন্ধ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল
হত্যাকা-ের বিচার নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
এছাড়া শিক্ষার্থীদের
দাবি মেনে নিয়ে দেশের নাগরিকদের গণতন্ত্র অনুশীলনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে
প্রযোজনীয় উদ্যোগ গ্রহণ করা, ভবিষ্যত দিনগুলোতে শিশুদের, শিক্ষার্থীদের
জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহযোগিতা করার দাবি জানান
তাঁরা।