চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকস টেনিসের এককে সোনা জিতলেন জং চিংওয়ান।
ক্রোয়েশিয়ার
দোনা ভেকিচকে সেভাবে দাঁড়াতেই দিলেন না জং চিংওয়ান। সরাসরি সেটে জিতে
প্যারিস অলিম্পিকস টেনিসের নারী এককে সোনার পদক জিতলেন তিনি, গড়লেন অনন্য
কীর্তি।
রোলাঁ গাঁরোয় শনিবারের ফাইনালে ভেকিচকে ৬-২, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই ২১ বছর বয়সী চিংওয়ান।
চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকস টেনিসের এককে সোনা জয়ের কীর্তি গড়লেন তিনি।
গত
অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ চিংওয়ান সেমি-ফাইনালে সরাসরি সেটে হারান
ফরাসি ওপেনের টানা তিনবারের চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ইগা
শিয়াওতেককে। এতে রোলাঁ গাঁরোয় শিয়াওতেকের টানা ২৫ ম্যাচ জয়ের যাত্রাও থেমে
যায়। পোলিশ এই তারকা শুক্রবার স্লোভাকিয়ার আনা ক্যারোলিনাকে ৬-২, ৬-১ গেমে
হারিয়ে জিতে নেন ব্রোঞ্জ পদক।