আলমগীর হোসেন, দাউদকান্দি।।
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক
দফা দাবিতে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এবং শহীদনগর এলাকায় মহাসড়ক অবরোধ করে
উত্তেজিত শিক্ষার্থীরা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
রবিবার
সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দির
ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি স্টেশন, ইলিয়টগঞ্জ বাসষ্ট্যান্ড, হাসানপুর,
শহীদনগর ইউপি কার্যালয় ও ট্রমা সেন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধরা
হাতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষুব্ধরা দাউদকান্দি হাইওয়ে
থানা ঘেরাও করে আক্রমণের চেষ্টা চালায়। পরে পুলিশ গুলি ছুঁড়ে তাদের
ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য ইটপাটকেল
নিক্ষেপ করে।
বিক্ষুব্ধরা শহীদনগর এলাকায় সুন্দলপুর ইউনিয়ন পরিষদ
কার্যালয়ে অগ্নিসংযোগ করে। সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় দাউদকান্দি
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের গাড়ি ভাংচুর করা হয়।
অপরদিকে
মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি স্টেশনের সামনে গৌরীপুর পুলিশ তদন্ত
কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রোমেল বড়ুয়ার গাড়িতে অগ্নিসংযোগ করে। একই
সময়ে দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিউল্লাহ প্রধানের ব্যবহৃত
গাড়ি ভাংচুর করে খাদে ফেলে দেয় আন্দোলনকারী।
আন্দোলনকে কেন্দ্র
গুলিবিদ্ধ ৪ জন গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা ও কুমিল্লা
যায়। এছাড়াও আন্দোলনে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী, পথচারীসহ প্রায় ২০/২৫
জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।