কুমিল্লার দানব খ্যাত সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বড় মেয়ে অপসারিত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাসসিন বাহার সূচনার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার তালতলা চৌমুহনীতে ছাত্র-জনতার মিছিলে সশস্ত্র হামলা ও আহত করার ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। বাহার ও সূচি ছাড়াও আরো ২২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শত জনের বিরুদ্ধে মামলাটি করেছেন কুমিল্লার দক্ষিণ চর্থা তাল তলার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকাল সাড়ে তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার লক্ষ্যে ছাত্র-জনতা মিছিল সহকারে কান্দিরপাড় মোড়ে যাওয়ার জন্য দক্ষিন চর্থা তালতলা চৌমুহনী সৈয়দ বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় সমবেত হয়। এসময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনার হুকুমে আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে নিরস্ত্র ছাত্রজনতার উপর অতর্কিত হামলা করে। এতে বাদির ডান পায়ের হাটু উপরে গুলিবিদ্ধ হয় এবং কোপের আঘাতে গুরুতর জখম হয়। এ ছাড়া সাক্ষী রোমান হাসান, রিপন, সাবিক, ইসমাইল, কাজী সুমন, ইসমাইল হোসেন গুলিবিদ্ধ ও জখম এবং স্প্রিন্টার বিদ্ধ হয়।
মামলায় কুমিল্লার দানব খ্যাত সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসীন বাহার সূচনা ছাড়াও ¬ কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা হাসান খসরু, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী , কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর মনজুর কাদের মনি, কাউন্সিলর সৈয়দ রায়হান, কাউন্সিলর আবদুস সাত্তার, কাউন্সিলর কাউসারা বেগম সূমি, আমড়াতলীর চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, কালিয়াজুড়ির মুরাদ মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলার আনোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল হাসান, কাউন্সিলর আবুল হাসেম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল হক শিহানু, আওয়ামীলীগ নেতা সালেহীন শায়ের, কুমিল্লার মধ্যম আশ্রাফপুরের নাজমুল ইসলাম শাওন, ছাত্রলীগ নেতা সালেহ আহম্মেদ রাসেল, কুমিল্লার অশোকতলার শাহ আলম খান, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর কাজী গোলাম সরওয়ার শিপন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, দক্ষিন চর্থার কাউসার আহমেদ খন্দকারসহ ১৫০ জনকে আসামী করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ছাত্রজনতাকে হত্যার উদ্দেশ্যে আসামীদের এলোপাতাড়ি অস্ত্রের গুলি, রামদার কোপ, লাঠির আঘাতে বাদিকে ডান পায়ের হাটুর উপরে গুলিবিদ্ধ ও হাটুর নিচে একাধিক কোপের আঘাতে কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করা হয়। এ ঘটনায় সাক্ষী রোমান হাসান এর বাম চোখে গুলির স্পিন্টার বিদ্ধ হয়, সাক্ষী মোঃ রিপন এর পেটে গুলিবিদ্ধ হয়ে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, সাক্ষী মোঃ সাকিব এর মুখে সহ সমস্ত শরীরের গুলির অসংখ্য স্পিন্টার বিদ্ধ হয়, সাক্ষী ইসমাইল হোসেন এর ডান হাতে হাড় ভাঙ্গা জখম হয় এবং বাম পায়ে গুলির স্পিন্টার বিদ্ধ হয়, সাক্ষী কাজী সুমন এর ডানে হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। এছাড়াও আসামীদের এলোপাতাড়ি আঘাতের ফলে আমাদের আরো ছাত্রজনতা সাধারণ ফুলা, কাটা ও হাড়ভাঙ্গা গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। ঘটনার সংবাদ পাইয়া স্থানীয় লোকজন উপস্থিত হইলে আসামীরা দ্রুত দিক-বেদিকে দৌড়িয়ে পালিয়ে যায়।
মামলার আসামীরা হলেন- ১. আবুল খায়ের মোহাম্মদ বাহা উদ্দিন বাহার(৭২) (সাবেক এমপি), পিতা-মৃত মো: আব্দুস সালাম, সাং-৪০১ মনোহরপুর(মুন্সেফ বাড়ি), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
২. তাহসিন বাহার সুচনা(৪০), পিতা- আবুল খায়ের মোহাম্মদ বাহা উদ্দিন বাহার, সাং-৪০১ মনোহরপুর(মুন্সেফ বাড়ি), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৩. আমিনুর ইসলাম টুটুল(৫৮), পিতা-রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
৪. আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ(৫৭)(আহবায়ক যুবলীগ), পিতা-মেতু মিয়া, সাং-মুরাদপুর, থানা-কোতয়ালী
৫. আতিকুল্লাহ খোকন(৬৯), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-ঝাউতলা, থানা-কোতয়ালী মডেল,
৬. আহম্মেদ নিয়াজ পাভেল(৪৬), পিতা-মৃত আলী মিয়া, সাং-শাসনগাছা(বড় বাড়ী), থানা-কোতয়ালী
৭. জহিরুল ইসলাম রিন্টু(৪৮)(সভাপতি সেচ্চাসেবকলীগ), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-মির্জানগর, পোষ্ট- আগানগর, থানা-বরুঙা, বর্তমান সাং-ছোটরা(বিষ্ণুপুর), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৮. হাবিবুল আল আমিন সাদী(৪৫), ১১নং ওয়ার্ড কাউন্সিলর, পিতা-মৃত এবিজে সালেহীন প্রকাশ বকু মিয়া, সাং-মুন্সেফ বাড়ী, ১১নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৯. সরকার মাহমুদ জাবেদ(৫০), ০৩নং ওয়ার্ড কাউন্সিলর, পিতা-মৃত আব্দুর রব মোক্তার, সাং-রেইসকোর্স,
১০. শিপন (৩৫), পিতা-শাহিন মিয়া, সাং-ছোটরা, ডিসি রোড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা,
১১. নাজমুল ইসলাম শাওন(৪২), পিতা-মৃত রতন মিয়া, সাং-মধ্যম আশ্রাফপুর, থানা-সদর দক্ষিন মডেল,
১২. সালেহ আহম্মেদ রাসেল(৪৫), পিতা-মৃত সেকান্দার মাষ্টার, সাং-জামিরা, থানা-লালমাই, বর্তমান সাং- ঠাকুরপাড়া (আলিফ টাওয়ার, মদিনা মসজিদ), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৩. হিমেল(৩২), পিতা-মৃত আশ্রাফ কন্ট্রাকটর, গ্রাম বাদুরতলা(মসজিদ গলি), থানা- কোতয়ালী মডেল,
১৪. রায়হান(), পিতা মৃত সেতু মিয়া, গ্রাম-ছোটরা (নতুন ডিসি রোড), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। ১৫. কাউসার(৩৮), পিতা-কবির হোসেন, সাং-বাগিচাগাঁও, থানা কোতয়ালী, জেলা-কুমিল্লা ।
১৬. জালাল(৪১), পিতা- মৃত শহিদ মিয়া (প্রকাশে বাচ্চু মিয়া), গ্রাম পশ্চিম রেইকোর্স, ৩নং ওয়ার্ড, থানা
১৭. মুরাদ মিয়া(৫০), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-কালীয়াজুড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৮. আজিজুল হক শিহানু(৩৬), (সাবেক সভাপতি মহানগর ছাত্রলীগ), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-৪০১ মনোহরপুর(মুন্সেফ বাড়ি), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
১৯. আজাদ হোসেন(৪৫), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-শ্রীমন্তপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-
২০. আনোয়ার হোসেন(৫৫), পিতা-মৃত হামিদ আলী, সাং-দিশাবন্দ, ২০নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন
২১. হাসান বাপ্পি মজুমদার রাফি (৫০), চেয়ারম্যান, পিতা-মৃত আব্দুল হালিম মজুমদার, সাং-ইটাল্লা, জগন্নাথপুর পশ্চিম ২নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২২. মোজ্জামেল হোসেন(৬০) (চেয়ারম্যান, আমড়াতলী ইউনিয়ন), পিতা-মৃত কাজী কফিল উদ্দিন প্রঃ গেদু কাজী, সাং-আমড়াতলী(উত্তর পাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২৩. সাদেকুর রহমান পিয়াস(৩৮), পিতা-জালু মিয়া, সাধারন সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, সাং-ঝাউতলা,
২৪. আব্দুল কাইয়ুম(২৪), পিতা-শানু মিয়া, বর্তমান সাং-ঝাউতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ২৫.আরাফাত প্রঃ সেলফি আরাফাত(৪০), পিতা-ভূট্টু মিয়া, গ্রাম-ডুমুরিয়া চাঁনপুর(বউ বাজার), থানা-
২৬. আবুল হাসান কাউন্সিলর(৪৫), পিতা-অনু মিয়া, সাং-রায়পুর, ২৭নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা । ২৭.বেলাল(৪৪), পিতা- আলফু মিয়া, সাং-ছাতিপট্টি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ২৮.আশিক(৪২), পিতা- রশিদ চেয়ারম্যান, সাং-দিগাম্বরী তলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২৯.আবুল হোসেন ছোটন(৪৫), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম-বিষ্ণপুর (মৌলভী পাড়া), থানা-কোতয়ালী
৩০. সুজন দত্ত(৩২), পিতা-চন্দন দত্ত, সাং-তালুপুর পাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ।
৩১. মাসুদ(৪২), সাবেক কাউন্সিলর, পিতা-মৃত আব্দুল আজীজ, সাং-ছোটরা, থানা-কোতয়ালী, জেলা-
৩২. প্রিতুল, পিতা-অজ্ঞাত, সাং-পাথুরীয়া পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা,
৩৩. কালা মোস্তফা, পিতা-অজ্ঞাত, সাং-মীর পুকুর পাড়, শাকতলা, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-
৩৪. নুর মোহাম্মদ সোহেল(২৭)(সভাপতি, মহানগর ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, সাং-ছোটরা, থানা-কোতয়ালী
৩৫. মোশারফ হোসেন মুন(২৬), (সাধারন সম্পাদক, ছাত্রলীগ), পিতা আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৩৬. সৈয়দ রুমন(৪০), পিতা-অজ্ঞাত, সাং-পাথুরিয়াপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৩৭. মাহফুজ(২৬), পিতা- মনির মিয়া, সাং-মনোহরপুর (মহিলা কলেজের উল্টা দিকে), থানা-কোতয়ালী
৩৮. শাহআলম খান(৬৪), পিতা-খান সাহেব আব্দুল মজিদ খান, সাং-অশোকতলা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা । ৩৯. আবু হেনা, পিতা-অজ্ঞাত, সাং-শাসনগাছা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ।
৪০. কাজী মো: শাখাওয়াত হোসেন শাক্কু(২৬) পিতা- কাজী ইকবাল হোসেন, সাং-শাসনগাছা(বাসস্ট্যান্ড
৪১. মো: জসিম উদ্দিন(৫০) (১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক), পিতা-মৃত ছালু মিয়া, সাং-দক্ষিণ চর্থা, থিরাপুকুর পাড়, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ।
৪২. মো: জসিম উদ্দিন(৫০) (মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি), পিতা-মৃত নুরু মিয়া, সাং-দক্ষিণ চর্থা, থিরাপুকুর পাড় (ফকির বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ।
৪৩. আবুল হাসেম কাউন্সিলর(৬৭), পিতা-আব্দুস সালাম, সাং-মুরাদপুর(১৪ নং ওয়ার্ড), ভূইয়া পুকুর পাড়, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৪৪. মহসিন মিয়া(৫৮), পিতা-রমজান আলী, সাং-২য় মুরাদপুর (১৪ নং ওয়ার্ড), থানা-কোতয়ালী মডেল,
৪৫. জনি(৩৫), পিতা শাহ আলম, সাং-শাসনগাছা (মোল্লা বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
৪৬. কাউছার খন্দকার (৫০) পিতা- মৃত মনু মিয়া, সাং- দক্ষিন চর্থা, লুৎফুনেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়ের পিছনে, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৪৭. আরিফ (৪২)(যুবলীগের সহ-সভাপতি), পিতা- আমিনুল ইসলাম, সাং- দক্ষিন চর্থা(১৩ নং ওয়ার্ড) বড় পুকুরপাড়, বতমান ঠিকানা- হালুয়াপাড়া, মক্কা মসজিদ গলি, থানা কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
৪৮. রাসেল প্রঃ ডাকু রাসেল(৩৫)(সাংগঠনিক সম্পাদক যুবলীগ ১৩ নং ওয়ার্ড), পিতা- রতন মিয়া (রতন ড্রাইভার), সাং-দক্ষিন চর্থা, হাফেজ বাড়ী, বতমান ঠিকানা- ২য় মুরাদপুর, ডল হাউজ গলি, থানা কোতয়ালী
৪৯. সোহাগ প্রঃ হাড্ডি সোহাগ (৩২), পিতা: মৃত মুকসুদ মিয়া, সাং- দক্ষিন চথা, বড়পুকুরের পশ্চিম পাড়, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৫০. সাইহাদ কামাল শুভ(৩৫), পিতা- মোস্তফা কামাল, স্থায়ী ঠিকানা- কুমারবাঙ্গা লাকসাম, বর্তমান ঠিকানা- ঠাকুরপাড়া (সেল আনঞ্জুমান বিল্ডিং এর পাশে), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৫১. তপ্ত (২৫), পিতা-অপু মিয়া, সাং-দক্ষিন চর্থা (লুৎফুনেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৫২. শরীফ(৪৫), পিতা-বাচ্চু, সাং-আমড়াতলী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৫৩. মাহে আলম(৫৬), পিতা-আবদুস সালাম, সাং-আমড়াতলী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৫৪. আনিস(৬২), পিতা- মৃত সাত্তার মাষ্টার, সাং-দক্ষিন চর্থা, লুৎফুনেচ্ছা স্কুলের সামনের বাড়ী, থানা-
৫৫. মোজাহার উদ্দিন প্রঃ সেন্টু (৬০), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-দক্ষিন চর্থা (দপ্তর বাড়ী, কালু মিয়া মসজিদের পিছনে), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৫৬. শাওন (৩৫), পিতা- সিরাজ মিয়া, সাং- দক্ষিন চর্থা (কালু মিয়া মসজিদের উল্টা দিকে পীর বাড়ী), থানা
৫৭. সানি (২৮) (অস্ত্রধারী), পিতা- সিরাজ মিয়া, সাং- দক্ষিন চর্থা (কালু মিয়া মসজিদের উল্টা দিকে পীর বাড়ী),
৫৮. সোয়েব চৌধুরী মিঠু (৫০), পিতা- মৃত জামাল চৌধুরী, সাং-দক্ষিন চর্থা, দপ্তরী বাড়ী, থানা-কোতয়ালী
৫৯. সোহেল রানা(৪৫), পিতা- মৃত বাহাদুর মিয়া, সাং-দক্ষিন চর্থা, চৌহমুনী, থানা-কোতয়ালী মডেল,
৬০. জসিম প্রঃ কান কাটা জসিম(৫০), পিতা- নুরু মিয়া, সাং- থিরাপুকুর পাড়, থানা-কোতয়ালী মডেল,
৬১. শাহাজাদা (২৬), পিতা-শাহিনুর মিয়া, সাং- দক্ষিন চর্থা, বড় পুকুর পাড়, থানা-কোতয়ালী মডেল,
৬২. হাবিব প্রঃ পান হাবিব(৫০), পিতা-মৃত আহসান মিয়া, সাং-দক্ষিন চর্থা (সরদার বাড়ী কবরস্থানের সামনে),
৬৩. নিপু বাঙ্গালী (৩৮)(যুবলীগের সাধারণ সম্পাদক, ১৩ নং ওয়ার্ড), পিতা-মৃত জহির বাঙ্গালী, সাং-দক্ষিন চর্থা (থিরাপুকুর পাড়), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৬৪. সবুজ (৪৫), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-দক্ষিন চর্থা, তালতলা চৌমুহনী, থানা-কোতয়ালী মডেল,
৬৫. ছোটন(৩০), পিতা-মোবারক হোসেন, সাং-দক্ষিন চর্থা, থিরাপুকুরপাড়, কবরস্থান সংলগ্ন, থানা-
৬৬. মোস্তাক প্রঃ বডি মোস্তাক(৫২), পিতা-মৃত কাদের মিয়া, সাং-বড় পকুর পাড়, মসজিদের পিছনের বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৬৭. হাসান খসুরু(৬৫), পিতা-মৃত জিন্নাতুর রহমান, সাং- দক্ষিন চর্থা (সৈয়দবাড়ী), থানা-কোতয়ালী
৬৮. মোঃ পারভেজ(৪৪), পিতা-হুমায়ুন মিয়া, সাং-মনোহরপুর (সদর হাসপাতালের উল্টা দিকে), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৬৯. সাকিব(৩২), পিতা-মৃত সফিক মিয়া, সাং- মনোহরপুর (সদর হাসপাতাল রোড), থানা-কোতয়ালী
৭০. শহীদুল ইসলাম চপল(৪৭), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, কলেজ মোড়, থানা-কোতয়ালী
৭১. জহিরুল ইসলাম(৪৩), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, থানা-কোতয়ালী মডেল,
৭২. ফখরুল ইসলাম রুবেল(৪০), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, থানা-কোতয়ালী
৭৩. ইব্রাহিম খলিল জনি(৩৫), পিতা-মৃত হোসেন ড্রাইবার, সাং-ধর্মপুর, কলেজ মোড়, থানা-কোতয়ালী
৭৪. সালাউদ্দিন কালু(৪০), পিতা-মুসলেম মিয়া, সাং-কালিকাপুর (দূর্গাপুর), থানা-কোতয়ালী মডেল, জেলা-
৭৫. আশিকুল আলম (আশিক)(৭৫), পিতা আলমগীর হোসেন, সাং-ধর্মপুর, (সর্দার বাড়ী, কলেজ মোড়),
৭৬. সোহেল(৩৫), পিতা- মোস্তাক মিয়া, সাং-ধর্মপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৭৭. হাবিবুর(৩৬), পিতা-মৃত মেহের আলী, সাং-ধর্মপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৭৮.স্বপন(৩২), পিতা-কাসেম, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৭৯.রুবেল খান(৩৫), পিতা-দুলাল খান, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
৮০.রিপন, পিতা-আলম মিয়া, সাং-ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৮১.আবদুল কাদের(৬০), পিতা-মৃত ইদু ড্রাইবার, সাং-কুচাইতলি (মধ্যমপাড়া), থানা-কোতয়ালী মডেল,
৮২.নুর মোহাম্মদ(৩৫), পিতা-খলিলুর রহমান, সাং-কুচাইতলি (মধ্যমপাড়া), থানা-কোতয়ালী মডেল,
৮৩.জন(৩৮), পিতা-মামুন মিয়া, সাং-মুন্সেফ বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৮৪.শাহজাহান সাজু মেম্বার(৪০), পিতা-মৃত অহিদ মিয়া, সাং-বারপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-
৮৫.মাসুক(৩৫), পিতা-আ: হালিম ব্যাপারী, সাং-বারপাড়া(বিষ্ণুপুর), থানা-কোতয়ালী মডেল, জেলা-
৮৬.দুলাল(৫৫)(পিএস,এমপি), পিতা-অজ্ঞাত, সাং-উজির দিগীর পাড়, থানা-কোতয়ালী মডেল, জেলা-
৮৭. দেলোয়ার হোসেন জুনু, পিতা-মৃত লেদু মিয়া, সাং-সংরাইশ (মজুমদার বাড়ী), থানা-কোতয়ালী মডেল,
৮৮.আলামীন, পিতা-মৃত ইদু মিয়া, সাং-সংরাইশ (ছালেয়া স্কুল গলি), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
৮৯.মো: হেলাল(৪৫), পিতা-আবুল কাশেম, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৯০. মো: রানা, পিতা-আলী হোসেন, সাং-টিক্কারচর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৯১. মাসুক, পিতা-শাহআলম, সাং-কাশারী পট্টী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৯২. সৈয়দ মোহাম্মদ পারভেজ(৪৫), মৃত রশিদ মেম্বার, সাং- শুভপুর, ৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী
৯৩. মামুন (৪২), পিতা-মৃত হারুন মিয়া, সাং-সুজানগর (লস্কর পুকুর পাড়), থানা-কোতয়ালী মডেল, জেলা-
৯৪. হাবিব কেসি (৩৫), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-সুজানগর (লস্কর পুকুর পাড়), থানা-কোতয়ালী মডেল,
৯৫. হেলাল(৪২), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া (মদিনা মসজিদ রোড), থানা-কোতয়ালী মডেল, জেলা-
৯৬. সেলিম মিয়া (৪৮), পিতা-মৃত লাল মিয়া, সাং-সুজানগর (লস্কর পুকুর পাড়), থানা-কোতয়ালী মডেল,
৯৭. মোবারক হোসেন, পিতা-সেকান্দর আলী, সাং-পাথুরিয়া পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
৯৮. মাসুম নুরুদ্দিন(২৪), পিতা-মোঃ ফরিদ উদ্দিন, সাং-তৈলকুপি (আমড়াতলী ইউপি), থানা-কোতয়ালী
৯৯. সুমন জহিরুল ইসলাম(৩৫), পিতা- রুক মিয়া, সাং-আড়াইওড়া (সোনামিয়া বাড়ি), থানা-কোতয়ালী
১০০. মোস্তফা ভান্ডারী (অস্ত্রধারী), পিতা-ছত্তর ভান্ডারী, সাং-সুজানগর, থানা-কোতয়ালী মডেল, জেলা-
১০১. কাইয়ুম, পিতা-কামাল হোসেন (ড্রাইভার), সাং-ছোটরা (পূর্ব পাড়া, জংলী বিবির বাজারের উত্তর পাশে), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১০২. স্বপ্নিল(৩৮)(মেয়র ব্যক্তিগত পিএস), পিতা-অজ্ঞাত, সাং-কাপ্তান বাজার(সিএনজি ষ্ট্যান্ড), থানা-
১০৩. মঞ্জুরুল কাদের মনি(৫২)(কাউন্সিলর), পিতা-অজ্ঞাত, সাং-ঝাউতলা (১০নং ওয়ার্ড), থানা
১০৪. ফরহাদ উল্লাহ(৪০), পিতা- আতিক উল্লাহ, সাং-মনোহরপুর (মুন্সেফবাড়ী), থানা-কোতয়ালী মডেল,
১০৫. রোকন উদ্দিন আবির(৩৫), পিতা মৃত সেলিম মিয়া, সাং-দক্ষিন চর্থা, (পশ্চিম পাড়া), থানা-কোতয়ালী
১০৬. শাহরিয়ার সার্ফি(২৫), পিতা আব্দুল্লাহ, সাং-দক্ষিন চর্থা (জসিম কমিশনারের বাড়ির পাশে কালু মিয়া মসজিদ রোড), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১০৭. ফাহিম(২৭), পিতা মহসীন মিয়া, সাং-দক্ষিন চর্থা (হোচ্চামিয়া স্কুল এর পিছনের গলি), থানা-
১০৮.জামাল(৩৫) (অস্ত্রধারী) পিতা-অজ্ঞাত, সাং-দক্ষিন চর্থা (হাফেজ বাড়ির ভাড়াটিয়া), থানা-কোতয়ালী
১০৯. ভুট্টু(৫০), (অর্থ ও অস্ত্র যোগানদাতা), পিতা: মৃত সুলতান মিয়া, সাং-দক্ষিণ চর্থা, থানা-কোতয়ালী
১১০. মীর হোসেন মিরু(৫৫), পিতা মৃত সলতান মিয়া, সাং-দক্ষিণ চর্থা, থানা-কোতয়ালী মডেল, জেলা-
১১১. শেখ মানিক(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-দক্ষিণ চর্থা (বড় পুকুর পাড়), থানা-কোতয়ালী মডেল, জেলা-
১১২. জাকির(৪৮), পিতা- বুলু মিয়া, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১১৩. জাহের, পিতা- মৃত আঃ রশিদ, সাং-মান্দারীয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ।
১১৪. নুরে আলম সিদ্দিকী (কামাল), পিতা-মৃত এ,কে,এম সিদ্দিকুর রহমান, সাং-রসুলপুর, পো: ভোরাজগতপুর, থানা- লালমাই, জেলা-কুমিল্লা।
১১৫. মীর কাসেম(৪০), পিতা: মৃত নাসির উদ্দিন, সাং-নেউরা, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
১১৬. জাকির হোসেন(৪৮), পিতা: আবদুল মান্নান, সাং-নেউরা, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
১১৭. আরিফুল(৩৫), পিতা-রফিক মিয়া, সাং-রাজাপাড়া, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
১১৮. রাসেল(৩২), পিতা- বিল্লাল মিয়া, সাং-রাজা পাড়া, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
১১৯. নিজামুল হক মজুমদার(৪০), পিতা: আব্দুল হাকিম মজুমদার, সাং-ঢুলিপাড়া, থানা-সদর দক্ষিন,
১২০. ইমরান হোসেন মাহমুদ (৩০) পিতা-মৃত রুপ মিয়া, সাং-রায়পুর (২৭নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন,
১২১. মো: মেহেদী(৩৫), পিতা-খোকন মিয়া, সাং- শ্রীবল্লবপুর, ২২নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন, জেলা-
১২২.সাইফুদ্দিন, পিতা- মৃত আব্দুল কাদের, সাং-ছোটরা (মালেকা মমতাজ স্কুল রোড), থানা-কোতয়ালী
১২৩.অঞ্জন, পিতা-মৃত আব্দুল কাদের, সাং-ছোটরা (মালেকা মমতাজ স্কুল রোড), থানা-কোতয়ালী মডেল,
১২৪.রায়হান কাউন্সিলর(৪৫), পিতা-আবির আহম্মেদ পটু, সাং-মোগলটুলী (হাই স্কুলের পিছনে), থানা-
১২৫.মো: আবুল কালাম আজাদ সুমন(৪৪), পিতা-মৃত তাহের বিডিয়ার, সাং-বানাশুয়া, থানা-কোতয়ালী
১২৬.মনিরুজ্জামান মনির (৫৬), মৃত ছিদ্দিকুর রহমান, সাং-শিমপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-
১২৭.নিতান্ত (২৪), পিতা-মনিরুজ্জামান, সাং-শিমপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১২৮.ওমর সানি(৩৭), পিতা-মহসিন মিয়া, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১২৯.আউল্লা রিপন(৪৫), পিতা-অজ্ঞাত, সাং-মনোহরপুর (মুন্সেফবাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ১৩০.আরিফুর রহমান(৩৪), পিতা-জলিল, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ১৩১.সৈকত(২৮), পিতা ফারুক মিয়া, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৩২.শাহজাহান সাবা(৪৩), পিতা মৃত কালা মিয়া, সাং- ২য় মুরাদপুর (বটতলা দঃ পাড়া), থানা-কোতয়ালী
১৩৩.আজিজুল হক(৬৩), পিতা-নুরুল হক, সাং-২য় মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৩৪. ইকরামুল হক পারভেজ(৪৮), পিতা-মাহবুবুল ইসলাম প্রঃ বাদশা মিয়া, সাং-চাঁনপুর (হাজী বাড়ী, পশ্চিম পাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৩৫.রবিন, পিতা-জামাল মিয়া, সাং-থিরাপুকুর পাড়, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৩৬.পিয়াস, পিতা-রফিক মিয়া, সাং-থিরাপুকুর পাড় (ভেন্ডার বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ১৩৭.পাবেল(৩০), পিতা- বাবুল মিয়া, সাং-পূর্ব চান্দপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৩৮.নাজমুল হোসেন(৩৫), পিতা মৃত দিল মোহাম্মদ দিলু, সাং-পূর্ব চান্দপুর (মহাজন বাড়ী), থানা-
১৩৯.বাপ্পি খন্দকার(৩৫), পিতা-মৃত বাহার উদ্দিন খন্দকার, সাং-পূর্ব চান্দপুর (খন্দকারবাড়ী), থানা-
১৪০. তুহিন খন্দকার(৩২), পিতা- ফরিদ উদ্দিন খন্দকার, সাং-পূর্ব চান্দপুর (খন্দকার বাড়ী), থানা-
১৪১. আমিনুল ইসলাম ইকরাম(৪৪)(কাউন্সিলর), পিতা-মৃত রমজান মাষ্টার, সাং- পূর্ব চান্দপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা- -কুমিল্লা ।
১৪২. নুরুজ্জামান প্রঃ শরমিন(৪৫), পিতা-মৃত আরব ওহাব টুকু মিয়া, সাং-পূর্ব চান্দপুর(মহাজন বাড়ীং সংলগ্ন), কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৪৩. সালেহীন সাহের(৩৫), পিতা-মৃত ওমর ফারুক, সাং-মনোহরপুর (মুন্সেফবাড়ী), থানা-কোতয়ালী
১৪৪.রহিম উল্লাহ(৪২), পিতা: মৃত আব্দুল, শুভপুর, সরদার বাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ১৪৫.জাকির হোসেন, পিতা-আনোয়ার হোসেন, সাং-পূর্ব চান্দপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ১৪৬.হেলাল উদ্দিন(৩৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-মুরাদপুর(স্কুলের গলি), থানা-কোতয়ালী মডেল,
১৪৭.মো: জুম্মন(২৩), পিতা মনু মিয়া, সাং-মুরাদপুর(মুরগির ফার্ম), থানা-কোতয়ালী মডেল,
১৪৮. সৈয়দ নুরুর রহমান(৫৫), পিতা-সৈয়দ মিজানুর রহমান, সাং-ছোটরা (রাজিয়া ভিলা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৪৯. মোঃ জিয়াউল হাসান চৌধুরী সোহাগ(৩৯), পিতা-মোঃ শাহজাহান চৌধুরী, সাং-চরানল, থানা-বুড়িচং, বর্তমান- গৌমতী রিভার ভিউ, কাপ্তান বাজার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
১৫০. আবদুল মালেক ভূঞা, পিতা- মৃত আশু মিয়া ভূঞা, সাং-শ্রীবল্লভপুর (পশ্চিমপাড়া), থানা-সদর
১৫১. গাজী ছাদেকুর রহমান(৫২), পিতা মৃত বন্দে আলী, সাং-শ্রীবল্লভপুর, থানা-সদর দক্ষিন, জেলা-
১৫২. এসএম মহিন(৩৮), পিতা-মাওলানা আব্দুর রশিদ, সাং-খয়রাবাদ (গঙ্গামন্ডল), থানা-দেবিদ্বার, বর্তমান- শাসনগাছা (আনোয়ার হাউজিং,খান ভিলা ৫ম তলা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৫৩. মো: হানিফ দুলাল, পিতা-অহিদুর রহমান কবিরাজ, সাং-শ্রীবল্লভপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা । ১৫৪. আনোয়ার হোসেন কাউন্সিলার (৫৫), পিতা-মৃত হামিদ আলী, সাং-দিশাবন্দ, ২০নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
১৫৫. আবদুস ছাত্তার কাউন্সিলর(৫০),পিতা-মৃত মন্তু মিয়া, সাং-গোয়ালমতন, ২৬নং ওয়ার্ড, থানা-সদর
১৫৬. মোহাম্মদ মাওলা(৬০), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৫৭. আবদুল হালিম, পিতা-আ: মালেক, সাং-কচুয়া (২২নং ওয়ার্ড). থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা।
১৫৮. মোঃ জাফর আহা: শিপন, পিতা-ফজল হক, গ্রাম-দः বিজয়পুর (রাঙ্গামুড়া), থানা-সদর দক্ষিন, জেলা-
১৫৯. মোঃ শামীম(৬৮), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা । ১৬০. দুলাল হোসেন অপু(৩২), পিতা-আব্দুস সাত্তার, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা।
১৬১. মো: হাসান(৩০), পিতা-তানজির আহাম্মদ, সাং-মুন্সিবাড়ী মোস্তফাপুর, (গোপিনাথপুর), থানা-সদর
১৬২.মোঃ শাখাওয়াত হোসেন (৪০), পিতা-নজির আহা, সাং-শ্রীবল্লভপুর (সওদাগর বাড়ী), থানা-সদর
১৬৩. মোঃ খোরশেদ আলম (৪৫), পিতা মৃত আক্তারুজ্জামান সাং- দ: গোপালনগর, থানা-সদর দক্ষিন,
১৬৪. মো: মাইনুল ইসলাম, পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং-শ্রীবল্লভপুর (হাজীবাড়ী, ২২নং ওয়ার্ড), থানা-
১৬৫. আমির হোসেন ছিদ্দিক (৪২), পিতা মৃত গফুর মিয়া, সাং-দৌয়ারা, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা
১৬৬. আক্তার হোসেন(৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং-মধ্যম আশ্রাফুর (মাজারের কাছে), থানা-সদর
১৬৭.মো: রাসেল হাসান(২৭), পিতা-বাবুল মিয়া, সাং-শ্রীমান্তপুর (২২নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, জেলা-
১৬৮.রবিন হোসেন (২৭), পিতা-মৃত আঃ কাদের, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
১৬৯.আল আমিন(২৩), পিতা- জসীম উদ্দিন, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
১৭০.সুমন দাস, পিতা-যোগেশ চন্দ দাস, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
১৭১.রাফি হোসেন (২৪), পিতা-ইসহাক মাষ্টার, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
১৭২.মো: শাহাদাৎ হোসেন (৩৫), পিতা-মৃত আঃ বারেক, সাং-বল্লভপুর (২৬নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ,
১৭৩. মাহাবুল হক রানা(৩৫), পিতা বাবুল মিয়া, সাং-মোহম্মদপুর, পো: বাজার চৌয়ারা, থানা-সদর দক্ষিন,
১৭৪. মো: নাজমুল হাসান শামীম, পিতা-মৃত আ: হালিম, সাং-জাঙ্গালীয়া, ২১নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন,
১৭৫. হালিম(৫৫), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, জেলা-
৭৬. জালাল(৩৪), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০ নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, জেলা-
১৭৭. আলম মোস্তফা(৫০), পিতা-মৃত আলী আক্কাস, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), থানা-সদর
১৭৮. হারুন মাষ্টার, পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, জেলা-
১৭৯.নাহিদ(২৮), পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম-আড়াইউড়া (পূর্বপাড়া, বিদ্যাসগর রোড মোল্লাবাড়ি), থানা-
১৮০. আনিছুজ্জামান, পিতা-মৃত আক্তার হোসেন, সাং-নন্দনপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৮১. নাসির, পিতা-আবু তাহের, সাং-নন্দনপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৮২. বাদল, পিতা শাহজাহান, সাং-চান্দিনা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা
১৮৩.ফারুক, পিতা মৃত আবদুস সাত্তার, গ্রাম-শিমপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৮৪.তানভির(২৫), পিতা-জাকির হোসেন, , সাং-বাতাবাড়িয়া, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
১৮৫.মো: মালেক(৫৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- আড়াইওরা (মধ্যপাড়া ভূইয়া বাড়ি), থানা-
১৮৬. আসলাম মেম্বার(৪০), পিতা- আসকর খান, সাং- আড়াইওরা (খান পাড়া), থানা-কোতয়ালী মডেল,
১৮৭.মো: ফিরোজ মিয়া(৬০), পিতা-আড়াইওরা (পশ্চিম পাড়া, চেয়ারম্যান বাড়ী সংলগ্ন), থানা-কোতয়ালী
১৮৮.তোফায়েল(৪৩) (অস্ত্র), পিতা মৃত সুরুজ মিয়া, কালিয়াজুরী, উত্তর বড় বাড়ী, শিল বাড়ী রোড, থানা-
১৮৯.কামাল(৫২), পিতা-মৃত আলী মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি রোড, থানা-কোতয়ালী মডেল,
১৯০. রাহাদ(৪৩) পিতা- বশির মিয়া, সাং-কালিয়াজুড়ি, বড় বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানা-
১৯১. রিমন (৩২) পিতা-মৃত মতিন মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি, থানা-কোতয়ালী মডেল, জেলা-
১৯২. নাছিম (৪২), পিতা- মৃত সামছুল আলম, সাং-কালিয়াজুড়ী(বড় মাঠের পাশে), থানা-কোতয়ালী
১৯৩. হান্নান(৫৮), পিতা-খলিল ড্রাইভার, সাং-কালিয়াজুড়ী (মুরাদ মিয়ার গলি), থানা-কোতয়ালী মডেল,
১৯৪. মোতালেব(৫৫), পিতা-মৃত মনছুর আলী, সাং-কালিয়াজুড়ি, চৌধুরী বাড়ী, থানা-কোতয়ালী মডেল,
১৯৫.কুদ্দুস(৪৩), পিতা-মৃত রোকন মিয়া, সাং-কালিয়াজুড়ি (হাফেজ গলি), থানা-কোতয়ালী মডেল, জেলা-
১৯৬. শিমুল হোসেন সওদাগর(৪৩), পিতা-মৃত আম্বর আলী, সাং-কালিয়াজুড়ি (বড় মাঠ), থানা-কোতয়ালী
১৯৭. কাউছারা বেগম সুমী(৪৫)(কাউন্সিলর), পিতা-মৃত কাশেম মিয়া, সাং-কালিয়াজুড়ি (ভূইয়া বাড়ী রোড), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
১৯৮. অদ্ভুত আহম্মেদ চারু(৬০), পিতা মৃত সুরুজ মিয়া, সাং-ডুমুরিয়া (চাঁনপুর), থানা-কোতয়ালী মডেল,
১৯৯. পেয়ার আহম্মদ(৫৭), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-ডুমুরিয়া (চানপুর), থানা-কোতয়ালী মডেল, জেলা-
২০০. কাউছার আহম্মেদ(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-চান্দপুর (নাজির পুকুর পাড়), থানা-কোতয়ালী মডেল,
২০১. বিশাল(২৬), পিতা-জলিল মিয়া, সাং- চান্দপুর (মধ্যপাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২০২. আল আমিন শুভ(২৬), পিতা-আনোয়ার মিয়া, সাং-চাঁনপুর(মধ্যপাড়া), থানা-কোতয়ালী মডেল,
২০৩. আমির হোসেন সিদ্দিকি(৪২), পিতা-মৃত গফুর মিয়া, সাং-দৌয়ারা (২২ নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন,
২০৪. আব্দুল্লা আল মাহফুজ, পিতা-আব্দুল ওহাব, সাং-শ্রীদেবপুর (কোট বাড়ী), থানা-সদর দক্ষিন, জেলা-
২০৫. মতিউর রহমান মিঠু, পিতা শফিকুর রহমান, গ্রাম-দৌলতপুর (কোনার বাড়ী) ৩নং দক্ষিণ দুর্গাপুর,
২০৬.মো: মোখলেছুর রহমান(৫০), পিতা-লিল মিয়া, সাং-মনোহরপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-
২০৭. পাভেল, , পিতা-কবির উদ্দিন, সাং-দক্ষিণ চর্থা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২০৮. তাহসিফ রেজা আকাশ, পিতা-আবু সাঈদ, সাং-রেইসকোর্স, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২০৯. আল আমিন(২৫), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিণ চর্থা (থিরাপুকুরপাড়,বেন্ডার বাড়ী), থানা-
২১০. আব্দুল হালিম মিন্টু (৪২), পিতা- মৃত সিরাজুল ইসলাম প্রঃ চারু মিয়া, সাং-সাহাপুর ০৫ নং পাঁচথুবী ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২১১. মাহিন আহম্মেদ পিতা-আব্দুর রজ্জাক, সাং-কাপ্তান বাজার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
২১২. ইসতিয়াক, পিতা-কবির হোসেন, সাং-দক্ষিন চর্থা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২১৩. আপন, পিতা-জাকির হোসেন, সাং-নুরপুর চৌমুহুনী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২১৪. রনবির দত্ব, পিতা-তৃদিপ দত্ব প্রকাশ বাপ্পি, সাং-মনোহরপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২১৫. জহিরুল কামাল মুর্গা জহির(৫০), পিতা-আলী নোয়াব মিয়া, সাং-দক্ষিন ঠাকুরপাড়া,থানা-কোতয়ালী
২১৬. জহিরুল ইসলাম(৫০), পিতা-নুরু মিয়া, সাং-বল্লভপুর(সাম বক্সি),২৬ নং ওয়ার্ড, থানা-সদর দঃ,
২১৭. শাহজাহান(৩৫), পিতা-মৃত খোরশেদ মিয়া, সাং-শাসনগাছা, দূর্গাপুর ইউপি, থানা-কোতয়ালী মডেল, ২১৮. এমরানুল ইসলাম(৪৪), পিতা-মৃত সিরিজুল ইসলাম, সাং-গুনানন্দী (সাহেবনগর), থানা-কোতয়ালী
২১৯. মোঃ সোলেমান মিয়া (৪৫), পিতা- মৃত তিতু মিয়া, সাং- দুতিয়া দিঘিরপাড়, থানা-কোতয়ালী মডেল,
২২০. মোঃ সাজ্জাদ হোসেন রনি (২৮), পিতা- কুদ্দুস মিয়া, সাং- দুতিয়া দিঘিরপাড়, থানা-কোতয়ালী
২২১. জাহাঙ্গীর আলম জানু (৫৫), পিতা- মৃত লাল মিয়া, সাং- দুতিয়া দিঘিরপাড়, থানা-কোতয়ালী মডেল,
২২২. সাইফুল ইসলাম (৪২), পিতা- মৃত আঃ মালেক, সাং- চম্পকনগর সাতরা (উত্তর পাড়া), থানা-
২২৩. হাসান, পিতা-আরমান হাসান, সাং-শুভপুর (চানপুর), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
২২৪. মোঃ আবুল কালাম আজাদ ওরফে সুমন (৪৫),পিতা- মৃত আবু তাহের, সাং- বানাসুয়া বড় আটরা, এপি- বাগিচাগাঁ ডায়বেটিস হাসপাতালের পিছনে, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
২২৫. মোঃ শফিউল বাশার (৪০), পিতা- মৃত মোঃ টুক্কু মিয়া, সাং- মধ্য জালুয়াপাড়া ০৪ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাসহ আরো অজ্ঞাতনামা ১৪০/১৫০ জন