বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
প্রকাশিত খবরের প্রসঙ্গে রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ -এর বক্তব্য
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১২:৩৬ পিএম |

দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার বিগত ২১/০৮/২০২৪ ইং তারিখের প্রথম পাতায় প্রকশিত “জালিয়াতি করে রূপায়ণ টাওয়ার নির্মান ও বিক্রির অভিযোগে ৭ জনের বিরূদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের আলোকে দেখা যায় যে, দেলোয়ার থিযেটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক জেরিন দেলোয়ার হোসেন অভিযোগ করেন যে, তার সহোদরা ভ্রাতা কোম্পানীর একজন পরিচালক জিয়া দেলোয়ার হোসেন জাল জালিয়াতির মাধ্যেমে কোম্পানীর বোর্ড রেজুলেশন সৃজন করতঃ রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ -এর সাথে চুক্তি করেন। 
এ বিষয়ে রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ এর বক্তব্যঃ- 
বিগত ৩০/০৬/২০১১ ইং তারিখে কুমিল্লা সদর সাব-রেজিষ্ট্রিকৃত চুক্তিপত্র দলিল নং- ৭৪০৬ মুলে দেলোয়ার থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ -এর পক্ষে চেয়ারম্যান নাছিম ডি হোসেইন ও ব্যবস্থাপনা পরিচালক, জেরিন দেলোয়ার হোসাইন রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ -এর সাথে রূপায়ন দেলোয়ার টাওয়ার প্রকল্পের যৌথ উদ্দ্যেগে নির্মানের জন্য ডেভোল্পমেন্ট চুক্তিতে আবদ্ধ হয়। পরবর্তীতে দেলোয়ার থিযেটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ -তার বিগত ১২/০৫/২০১৪ ইং তারিখের বোর্ড রেজুলেশন মোতাবেক, উক্ত কোম্পানীর চেয়ারম্যান নাছিম ডি হোসেইন, ব্যবস্থাপনা পরিচালক জেরিন দেলোয়ার হোসাইন এবং পরিচালক জিয়া দেলোয়ার হোসেন ওরফে জাহিদ হোসেন স্বাক্ষরীত বোর্ড রেজুলেশন অনুযায়ী কোম্পানীর পক্ষে পরিচালক জিয়া দেলোয়ার হোসেন ওরফে জাহিদ হোসেন রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ -এর সাথে চুক্তিপত্র, সম্পুরক চুক্তিপত্র স্বাক্ষর ও সম্পাদন সহ সকল কার্যক্রম গ্রহণের ক্ষমতা প্রদান করেন। সেই মোতাবেক সম্পুরক চুক্তিপত্র দলিল নং- ৭৫৩০, তারিখ ১৬/১০/২০১৬ ইং সম্পাদন ও রেজিস্ট্রি হয়। পরবর্তীতে ০৩/০৭/২০১৯ ইং তারিখে বোর্ড রেজুলেশন মোতাবেক দেলোয়ার থিয়েটার এন্ড এর্ন্টাপ্রাইজ লিঃ -এর সহিত রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ -এর মধ্যে সম্পুরক চুক্তিপত্র দলিল নং- ১১৬৬৬, তারিখে- ২৭/১২/২০১১ ইং -এ সম্পাদন ও রেজিস্ট্রি হয়। 
লক্ষনীয় যে, উক্ত প্রকল্প সম্পকৃত সকল কার্যক্রম দেলোয়ার থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ -এর মধ্যে আইনানুগ ভাবেই সংগঠিত হয় এবং এই সংক্রন্ত বিষয় দেলোয়ার থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক জেরিন দেলোয়ার হোসাইন বা অন্যান্য পরিচালকদের পক্ষ হতে দীর্ঘ ১২ বছর মধ্যে কোনরূপ অভিযোগ বা আপত্তি উত্থাপিত হয় নাই।  
একইসঙ্গে রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ কর্তৃক দেলোয়ার থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ এর প্রাপ্য জয়েন্ট ডেভেলপমেন্ট শেয়ার চুক্তি মোতাবেক হস্তান্তর করা হয়েছে এবং দেলোয়ার থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ লিঃ কর্তৃক রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ এর নিকট কোনরূপ দেনা পাওনা অবশিষ্ট নেই।
বর্তমানে অভিযোগকারিনী জেরিন দেলোয়ার হোসাইন এবং পরিচালক জিয়া দেলোয়ার হোসেন তাহারা পরস্পর সহদর ভাই-বোন এবং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক বটে। তাহাদের পারিবারিক দ্বন্দের ফলে ও ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অত্র ভিত্তিহীন অভিযোগের অবতারনা করেন। যা সম্পুন্নরূপে ভিত্তিহীন ও বে-আইনী। 
অত্র অভিযোগকারিনী জেরিন দেলোয়ার হোসাইন এর অভিযোগটি একান্তই তাদের পারিবারিক ও কোম্পানীর ডিরেক্টরদের অভ্যন্তরীন বিষয়। ইহাতে রূপায়ণ হাউজিং এস্টেট লিঃ এর কোনরূপ স্বার্থ-সংশ্লিষ্টতা নাই।












সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২