চৌদ্দগ্রাম
প্রতিনিধি: টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানি সমগ্র চৌদ্দগ্রাম উপজেলা
প্লাবিত হয়েছে। কোথাও শুকনো জায়গা নেই। নামমাত্র ২৯টি আশ্রয় কেন্দ্র খোলা
হলেও সরকারি ব্যবস্থাপনায় পানিতে আটকে পড়া মানুষ উদ্ধার না হওয়ায়
আশ্রয়কেন্দ্রগুলো অনেকটা শুন্য। প্রত্যেক এলাকার কিছু সাহসী যুবক কলার
ভেউড়া তৈরি করে বন্যায় পানিবন্দি মানুষদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রগুলোতে
নিয়ে আসে। গত তিনদিনে টানা বর্ষণে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়ন
প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। শুক্রবার
সকাল থেকে সূর্যের হাসির সাথে সাথে পানিবন্দি মানুষের মুখেও হাসি ফুটে। তবে
বিকেল নাগাদ আকাশে মেঘ জমলে বন্যার্তদের মাঝে আবারও আতঙ্ক দেখা দেয়।
স্থানীয়
সূত্রে জানা গেছে, গুণবতী, আলকরা, জগন্নাথ, চিওড়া, বাতিসা, শুভপুর,
মুন্সিরহাট, কাশিনগর ও চৌদ্দগ্রাম পৌর এলাকাগুলোতে এখনো বন্যার পানি রয়ে
গেছে। পানি স্থিতিবস্থায় রয়েছে। তবে বিকেল নাগাদ পানি কিছুটা কমতে শুরু
করেছে। বন্যার্তদের মধ্যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক,
স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে অনেকে ত্রাণ বিতরণ করছেন।