অনবরত
ভারী বর্ষণ ও ভারতের ছেড়ে দেওয়া বাঁধের পানির কারনে পানিবন্দি হয়ে মানবেতর
জীবনযাপন করছে কুমিল্লার কয়েকলাখ মানুষ। বানবাসী মানুষের পাশে দাড়াতে ঢাকা
থেকে এসে কুমিল্লার সদর ও বুড়িচং উপজেলার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ
বিতরণ করেছে এফসি গ্রুপের সদস্যরা। ২৩ আগষ্ট শুক্রবার সকাল থেকে বিকেল
পর্যন্ত পানিবন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তারা।
এফ সি
গ্রুপ এর বাংলাদেশ শাখার ম্যানেজার আকিবুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন
মার্কেটিং ম্যানেজার ফরিদ হোসেন, আই টি ম্যানেজার মিজানুর রহমান, সিনিয়র
এক্সিকিউটিভ আলিমুল ইসলাম, একাউন্ট অফিসার সাইফুল ইসলাম, সিভিল ট্রেইনার
রোমান হোসেন, এবং মার্কেটিং অফিসার সুজন। কুমিল্লায় তাদের সার্বিক সহযোগিতা
করেন ই হক কোচিং সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন।