নিজস্ব
প্রতিবেদক: দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার এবং জনগণ একাকার
হয়ে কাজ করছে উল্লেখ করে যুব ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ
মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায়
ফিরিয়ে আনতে হবে। বন্যার্তদের সহতায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সদস্যরা ত্রাণন সংগ্রহ করছেন এবং আরো লজিষ্টিক সাপোর্ট পাঠানোর চেষ্টা
করছেন। এখন সময় সকলের ঐক্যবদ্ধ হওয়ার।
শুক্রবার বিকালে কুমিল্লা সার্কিট
হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
ছাত্র-জনতার গণ অভ্যুত্থান এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন
বাংলাদেশ পেয়েছি। সরকার এবং জনগণ একাকার হয়ে কাজ করছে, সেটি আমরা এ
দুর্যোগ পরিস্থিতিতে প্রমাণ পেয়েছি। জনগণ ও প্রশাসনের মেলবন্ধনের মধ্য
দিয়ে আমরা বাংলাদেশকে একটি পথ দেখাতে পারব।
দেশের অর্থনীতির অগ্রগতি
প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে। এ আন্দোলনের আগে
রিজার্ভ খুব কম ছিল। অনেকেই পালিয়ে যাওয়ার সময় দেশের লাখ লাখ কোটি টাকা
সাথে করে নিয়ে পালিয়ে গেছেন। দেশের ঋণের পরিমান ১৮ লাখ কোটি টাকা।
এক্ষেত্রে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসক
খন্দকার মু. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন জেলা
পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, জেলা ত্রাণ
কর্মকর্তা আবেদ আলী প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, সুশীল সমাজ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।