প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে লালমাই উপজেলা বিএনপি।
শুক্রবার
২৩ আগষ্ট সন্ধ্যায় উপজেলার হাজতখোলা বাজারে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ
সমাগ্রী তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মো. সালাউদ্দিন ও সাবেক
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ
করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি
চেয়ারম্যান আমান উল্যাহ আমান, ভূলইন উত্তর ইউপি সাবেক চেয়ারম্যান বিএনপি
নেতা ওমর ফারুক সুমন, যুবদল নেতা মানিক মিয়া সহ বিএনপি ও সহযোগি সংগঠনের
অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা
বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও মোমবাতিসহ
বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বন্যার পানি না কমা পর্যন্ত
বন্যার্তদের খাবার সরবরাহ করার কথা নেতাকর্মীদের তাগিদ দেন মনিরুল হক চৌধুরী।
এছাড়া
উপজেলার নয় ইউনিয়নে সবকটি আশ্রয়কেন্দ্রে বিএনপির পক্ষ থেকে তিনবেলা খাবার
সরবরাহ করছেন বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম ও সদস্য সচিব
ইউসুফ আলী মীর পিন্টু।