কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা।
রবিবার
দিনব্যাপী কুমিল্লার তিতাস এবং মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে পানিবন্দি
মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা
শাখার উপদেষ্টা ও জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
এসময় নিসচা
দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক
ইব্রাহিম সরকার রাসেল, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক
মোঃ ইব্রাহিম খলিল, কার্যকরী সদস্য মোঃ মেহেদী হাসান ও জাহিদুল ইসলাম রবিন
উপস্থিত ছিলেন।
চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, বন্যা দুর্গতের
মাঝে ত্রাণ বিতরণে সবাইকে আরোও বেশি এগিয়ে আসা উচিত। এখানে না এসে দেখলে
অনুভব করতে পারতাম না যে, কতটা কষ্টের মধ্যে আছে পানিবন্দি মানুষ। এই
দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।