প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য মেডিকেল টিম গঠন করে চিকিৎসা
সহায়তা ও বিনামূল্যে ঔষধ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই
উপজেলা জেলা শাখা। ২৫ টি আশ্রয় কেন্দ্রে এই চিকিৎসা দিয়ে যাচ্ছেন বলে জানান
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন। এছাড়া গত
পাঁচ দিন থেকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যা দূর্গতদের মাঝে তিনবেলা
খাবার বিতরণ করা হচ্ছে। ২৫ আগষ্ট রবিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চিকিৎসা
সহায়তা দিতে পরিদর্শন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম সরওয়ার
কামাল মজুমদার, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসেন, সহকারী সেক্রেটারি
ইমাম হোসাইন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.
ইকবাল হোসাইন বলেন বন্যার্ত মানুষের দুঃখ লাঘবে জামায়াতে ইসলামী লালমাই
উপজেলা শাখা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আশ্রয়কেন্দ্র গুলোতে শুকনো খাবার,
ভাত, খিচুড়ি সহ চিকিৎসা সেবা ঔষধ সরবরাহ অব্যাহত রয়েছে।