পুলিশের
মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা
দেখা দেওয়ার পর থেকেই দুর্গত মানুষের সহায়তায় পাশে আছেন পুলিশ। পানিবন্দী
মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ কার্যক্রম থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা
দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। রবিবার (২৫ আগস্ট) বিকালে বন্যাকবলিত বিভিন্ন
স্থান পরিদর্শন ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষেকুমিল্লা সার্কিট
হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পুলিশ সদর দফতর থেকে একটি
উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও
লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণ করছে উল্লেখ করে আইজিপি বলেন, দেশের বিভিন্ন
এলাকায় বন্যা দেখা দেয়ার পরপরই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে
তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে।বন্যাদুর্গত মানুষের সহায়তায়
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি দুর্গত জেলাসমূহে কন্ট্রোল রুম স্থাপন
করা হয়েছে।
পুলিশ প্রধান বলেন, বন্যাদুর্গত এলাকায় পুলিশের মেডিকেল টিম
নিয়োজিত রয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ স্পিডবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে
বানভাসিদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া
পর্যন্ত পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী
পুনর্বাসনেও বাংলাদেশ পুলিশ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে।
এসময়
কুমিল্লা সার্কিট হাউসে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,
জেলা পুলিশ সুপার সাইদুল ইসলামসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন।