গণসংহতি
আন্দোলনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার
বারপাড়া ইউনিয়নের যাত্রাপুর, রামচন্দ্রপুর, অলিপুর ও বিজয়পুর ইউনিয়নের
ঘোষগাঁও চৌধুরীবাড়ি এবং সুলতানপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭ শতাধিক
পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান
সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের
খোঁজ-খবর নেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে গণসংহতি আন্দোলনের সম্পাদক
মন্ডলির সদস্য সচিব বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের আহবায়ক আল
আমিন, বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক জামান কবির, কুমিল্লা জেলা
গণসংহতি আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহবুবুর রহমান মজুমদার, কুমিল্লা মহানগর
গণসংহতি আন্দোলনের সেক্রেটারি নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির
বারপাড়া ইউনিয়নের আহবায়ক নিজাম উদ্দিন সরদার, সেক্রেটারী কামাল হোসেন
মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গণসংহতি
আন্দোলনের সদস্য মাসুদ রানা, কামরুল, সুমন, নাজমুল, সজিব দেবনাথ, মাছুম,
ইকবাল, জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।